শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

চাঁদমামা

সর্বভারতীয় শিশু পত্রিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

চাঁদমামা একটি সর্বভারতীয় মাসিক শিশু পত্রিকা।

ইতিহাস

১৯৪৭ সালের জুলাই মাসে তামিলতেলুগু ভাষাতে প্রথম প্রকাশ করা হয়েছিল চাঁদমামা পত্রিকা। চাঁদমামার প্রতিষ্ঠাতা বি. নাগী রেড্ডি ও চক্রপাণি। পরবর্তী সময়ে আরও ১৩টি ভাষায় প্রকাশ করা হয় এই জনপ্রিয় পত্রিকাটি। ১৯৭২ সালের জুলাই মাস হতে এটির বাংলা সংস্করণ প্রকাশ হতে থাকে। পুরাণ, রামায়ণ, মহাভারতের কাহিনী, পঞ্চতন্ত্র, লোককথা, রূপকথা, বেতাল-পঞ্চবিংশতি ইত্যাদির কাহিনী নিয়মিত প্রকাশ হত চাঁদমামায়, চিত্রাঙ্কন করতেন এমটিভি আচার্য, টি ভীরা রাঘবণ।[] ২০০৭ সাল নাগাদ চাঁদমামার আর্থিক অবস্থা খারাপ দিকে যাওয়ায় ৯৪ শতাংশ অংশীদারত্ব কিনে নেয় জিওডেসিক কোম্পানী দশ কোটি টাকায়। কিন্তু পরবর্তীতে জালিয়াতি ও অর্থ তছরূপের অভিযোগে জিওডেসিক সংস্থার কর্তা ব্যক্তিদের গ্রেফতার করা হয় ও বোম্বে উচ্চ আদালতের রায়ে কোম্পানী বিক্রি হয়ে যায়। ফলশ্রুতিতে জনপ্রিয় বহুল প্রচলিত শিশু পত্রিকা চাঁদমামা বন্ধ হয়ে যায়।[][]

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads