শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

চুনাপাথর

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

চুনাপাথর
Remove ads

বিশুদ্ধ চুনাপাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথর হলো অধাতব খনিজ (CaCO3)।

Thumb
চুনাপাথর

প্রাপ্তিস্থান

প্রকৃতিতে বিশুদ্ধ চুনাপাথর খুব কম পাওয়া যায়। বালি, কাদা প্রভৃতি মিশ্রণ এবং লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস এবং সালফার প্রভৃতি মৌলে চুনাপাথর অপদ্রব্য হিসেবে মিশ্রিত থাকে[তথ্যসূত্র প্রয়োজন]

কাঠিন্য

চুনাপাথরের কাঠিন্য ৩.০ এবং আপেক্ষিক গুরুত্ব ২.৬ থেকে ২.৮।

ব্যবহার

চুনাপাথর প্রধানত চুন তৈরি করতে ব্যবহৃত হয়। সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনাপাথর। নির্মাণ, রাসায়নিক ও কাচ শিল্পে চুনাপাথর ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ধাতু নিষ্কাশনে এবং চিনি শিল্পেও চুনাপাথর ব্যবহৃত হয়। তবে এর মজুদ অনুসন্ধান ও উৎপাদন ব্যয়বহুল হওয়ায় এর বিকল্প সন্ধান করে গবেষকরা ইতোমধ্যেই সফল হয়েছেন। বাংলাদেশেও এনিয়ে গবেষণা করে সফলতার প্রমাণ মিলেছে। বাংলাদেশ বিজনেস ইনোভেশন ফোরাম এর আয়োজনেও এই গবেষণার জন্য একজন উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে।

রাসায়নিক বিক্রিয়া

চুনাপাথরে তাপ দিলে এটি ক্যালসিয়াম অক্সাইড (CaO) এবং কার্বন ডাইঅক্সাইড (CO2))উৎপন্ন করে।

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads