শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

জনগণনা শহর

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

জনগণনা শহর, আদমশুমারি শহর বা জনশুমারি শহর হচ্ছে ভারত ও অন্যান্য দেশে বিভিন্ন জনশুমারি দ্বারা চিহ্নিত একধরনের শহর। দেশভেদে এর সংজ্ঞা বিভিন্ন।

ভারত

ভারতে জনগণনা শহর হচ্ছে এমন এক জনবসতি যা শহর হিসাবে আইনত চিহ্নিত বা শাসিত নয় কিন্তু এর জনসংখ্যা পৌর বৈশিষ্ট্য অর্জন করেছে।[] এর বৈশিষ্ট্য নিম্নরূপ:

  • জনসংখ্যা ৫,০০০ জনের বেশি
  • অন্তত ৭৫% পুরুষ কর্মক্ষম অধিবাসী কৃষি ব্যতীত অন্যান্য খাতে নিয়োজিত
  • সর্বনিম্ন জনঘনত্ব ৪০০ জন প্রতি বর্গকিমি[][]

২০০১ সালে ভারতে ১,৩৬২টি জনগণনা শহর চিহ্নিত করা হয়েছিল, যা ২০১১ সালে বেড়ে ২,৮৯৪টি দাঁড়িয়েছিল।[] প্রধানের (২০১৩) মতে,[] এই জনগণনা শহরগুলো বিগত দশকের পৌর বৃদ্ধির ৩০ শতাংশকে বোঝাচ্ছে।[] প্রধান এটাও পর্যবেক্ষণ করেছেন যে পশ্চিমবঙ্গ ও কেরল রাজ্যে জনগণনা শহরের সংখ্যার বৃদ্ধি সবচেয়ে বেশি।

Remove ads

আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডে একটি সেন্সাস টাউন হল:

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads