শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

জন কেরি

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জন কেরি
Remove ads

জন ফোর্বস কেরি (জন্মঃ ডিসেম্বর ১১, ১৯৪৩) একজন মার্কিন রাজনীতিবিদ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী।[] তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের সিনেটর(১৯৮৫-২০১৩) এবং সেনেটে বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৪ সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের জন্য মোনোনীত হন। তবে ওই সময় তিনি জর্জ ডব্লিউ বুশের কাছে হেরে যান।[]

দ্রুত তথ্য জন কেরি, ৬৮তম সেক্রেটারি অব স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র ...

আর্মি এয়ার কর্পস এর পুত্র কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের অররা, কলোরাডোতে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেটস এবং নিউ হ্যাম্পশায়ারের বোর্ডিং স্কুলে এবং ১৯৬৬ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[] স্নাতক সম্পন্ন করার পর কেরি সেচ্ছাসেবক হিসেবে ইউনাইটেড স্টেটস নেভি-তে যোগ দেন। তিনি ভিয়েতনাম যুদ্ধ-এ অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি কামান - বাহী পোত অফিসার ছিলেন। তিনি ভিয়েতনাম যুদ্ধ-এ সাহসিকতার প্রতিদান সরুপ সিলবার স্টার, ব্রোনজ স্টার মেডেল, তিনটি পার্পল হার্ট পুরস্কার লাভ করেন।[]মার্কিন যুক্তরাষ্ট্র-এ ফেরার পর তিনি ভিয়েতনামের যুদ্ধবিরোধী ভেটেরান্সদের সাথে যোগ দেন এবং যেখানে তিনি স্পষ্টভাষী মুখপাত্র হিসেবে জাতীয়ভাবে পরিচিত ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশ সঙ্ক্রান্ত সেনেট কমিটির কাছে ভিয়েতনাম যুদ্ধের যে নীতি তাতে যুধ্দাপরাধ বিষয়টি উত্থাপন করেন।

বস্টন কলেজ ল স্কুল থেকে তার জে.ডি প্রাপ্তির পর, কেরি সহকারী জেলা অ্যাটর্নি হিসাবে কাজ করেন এবং একটি প্রাইভেট ফার্ম প্রতিষ্ঠা করেন। তিনি মাইকেল ডুকাকিসের অধীনে ম্যাসাচ্যুসেত্স এর লেফটেনেন্ট গভর্নর ছিলেন(১৯৮৩-১৯৮৫)। যেখানে তিনি জাতীয় ক্লিন এয়ার এক্ট এর প্রাথমিক অগ্রদূত হিসেবে কাজ করেন। তিনি ১৯৮৪ সালে মার্কিন সেনেট ডেমোক্রেটিক প্রাথমিকে জয় লাভ করেন এবং পরের জানুয়ারিতে শপথ গ্রহণ করেন। সিনেট ফরেন রিলেশনস কমিটিতে তিনি ১৯৮৭-১৯৮৯ সালে শুনানিতে ইরান-বিরূদ্ধে ব্যাপারে নেতৃত্বের অগ্রদূত ছিলেন। তিনি ছিলেন ২০০৩ সালের ইরাক আক্রমণ প্রথম সমর্থক, কিন্তু পরবর্তীতে একজন শক্তিশালী ইরাক যুদ্ধ বিরোধী হয়ে ওঠেন।

কেরি ইরাক যুদ্ধ বিরোধী মতবাদের উপর ভিত্তি করে ২০০৪ সালের রাষ্ট্রপতি পদের জন্য প্রচারণা চালান। কিন্তু তিনি এবং তার চলমান সহচর সেনেটর জন এডওয়ার্ডস দৈাড়ে হেরে যান। পরবর্তীকালে তিনি আমেরিকা প্রমিস প্যাক প্রতিষ্ঠা করতে সক্ষম হন। কেরি ২০০৯ সালে সেনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান হন এবং ২০১১ সালে অকুলান কমানো উপর সংযুক্ত সিলেক্ট কমিটিতে নিযুক্ত হন। আর হিলারি ক্লিনটন-এর বিদায়ের পর প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বারা ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত হন এবং মার্কিন সেনেট ২৯ জানুয়ারি, ২০১৩ তরিখে ৯৪-৩ ভোটে তা নিশ্চিত করে। ১ ফেব্রুয়ারি, ২০১৩ থেকে তার কর্মদিবস শুরূ হয়।

Remove ads

আরো পড়ুন

Remove ads

বহিঃসংযোগ

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads