শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
জয় শ্রীরাম
শব্দগুচ্ছের অর্থ "ভগবান রামের জয় হোক" উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
জয় শ্রীরাম (সংস্কৃত: जय श्री राम) একটি সংস্কৃত অভিব্যক্তি যার মানে "ভগবানের রামের গরিমা" কিংবা "ভগবান রামের বিজয়" বোঝানো হয়ে থাকে।[১] এই অভিব্যক্তি বিংশ শতাব্দীর শেষভাগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হিন্দু জাতীয়তাবাদী স্লোগান হিসেবে ব্যবহার করা শুরু করলে অভিব্যক্তিটি ব্যাপকভাবে আলোচিত হওয়া শুরু করে।

এই অভিব্যক্তিটি উত্তর ভারতে লৌকিক সম্ভাষণের ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে।[২] এছাড়া, অভিব্যক্তিটি হিন্দু বিশ্বাস ধারণ করার নিদর্শন হিসেবেও ব্যবহৃত হতে দেখা যায়।[৩][৪] এছাড়া, স্লোগানটি হিন্দু জাতীয়তাবাদীরা বিভিন্ন বিশ্বাসকেন্দ্রিক জাতিকে এক জাতি হিসেবে উপস্থাপনের স্লোগান হিসেবেও ইদানীংকালে ব্যবহার করছেন।[৫][৬][৭]
২০১৯ সালের জুলাই মাসে ভারতের ৪৯ জন শিল্পী, সাহিত্যিক, কর্মী ও চিত্রনির্মাতা নরেন্দ্র মোদীর কাছে লেখা খোলা চিঠিতে জয় শ্রীরাম স্লোগান ব্যবহার করে গণপিটুনির মত ঘটনা বন্ধের ও এই ধরনের অপরাধকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার অনুরোধ করে।[৮]
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads