শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

জাতীয় সড়ক ৬ (ভারত)

ভারতের একটি জাতীয় সড়ক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জাতীয় সড়ক ৬ (ভারত)
Remove ads

জাতীয় সড়ক ৬ ( এনএইচ ৬), ভারতের একটি উত্তর-দক্ষিণ জাতীয় সড়ক, যা জোরাবাত থেকে শুরু হয়ে জোখওঠারয় শেষ হয়, মহাসড়কটি মেঘালয়, আসামমিজোরাম রাজ্যগুলির মধ্য দিয়ে যায়।[] এনএইচ -৬ স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (মোআরটিএইচ) দ্বারা। এই জাতীয় সড়ক দ্বারা ভারতের সঙ্গে মায়ানমাররে বাণিজ্য পরিচালিত হয়।[]

দ্রুত তথ্য জাতীয় সড়ক ৬, পথের তথ্য ...
Remove ads

সড়কের বিবরণ

জাতীয় সড়ক ৬ ভারতের সাতটি রাজ্যকে উত্তর- দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে।

মেঘালয়

সড়কটি মেঘালয় রাজ্যের রী ভোঈ জেলা জোরাবাত থেকে শুরু হয়। এর পর সড়কটি রাজ্যের মোট ৪ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - রি-ভোই, পূর্ব খাসি পাহাড় জেলা, পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলাপূর্ব জৈন্তিয়া পাহাড় জেলা। জাতীয় সড়ক ৬ মেঘালয় রাজ্য অতিক্রম করে আসাম রাজ্যে প্রবেশ করে। এই জাতীয় সড়কটি মেঘালয় রাজ্যের বেশ কিছু শহরের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, এই শহরগুলি হল- জোরাবাত, শিলং, জাওয়াই[]

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads