শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
জালালপুর ইউনিয়ন, দক্ষিণ সুরমা
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
জালালপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
Remove ads
অবস্থান ও সীমানা
ইতিহাস
প্রশাসনিক এলাকা
- নিজ জালালপুর
- ছব্দলপুর
- সেনগ্রাম
- সুনামপুর
- নকিবড়চক
- পূর্ব মোকাম দোয়ার
- আব্দুলাহপুর
- বড়চক
- নোয়াগাঁও
- বুরুন্ডা
- কমসুন্দর
- উত্তর করিমপুর
- দক্ষিণ করিমপুর
- শেখপাড়া
- মোকাম দোয়ার
- টাকিরমহল
- উত্তর টাকিরমোরা
- দক্ষিণ টাকিরমোরা
- জালালপুর বাজার
- মীরারগাঁও
- নসীরাজী
- আজমতপুর
- দাউদপুর
- দাসপাড়া
- মাইজভাগ
- ইসলামপুর মুর্তি
- সমসপুর
- মালাকান্দি
- ব্রাহ্মণগাঁও
- রায়খাইল
- শিকদারপাড়া
- উত্তর রায়খাইল
- ভূইয়ারগাঁও
- ছলং
- মীরগাঁও
- তিরপাড়া
- আলমদীন
- কাদিপুর
- খতিরা
- সাতবিলা
- শিবরচক
- মান্দাবাজ
- বাদেশপুর
- শেখপুর
- কোনারপাড়া
- হাসামপুর পশ্চিমপাড়া
- হাসামপুর পূর্বপাড়া
- ধরপাড়া
- গুজারকান্দি
- পিড়িলাকোনা
- সুন্দারচক
আয়তন ও জনসংখ্যা
আয়তন-৩১.৯৮ বর্গকি:মি:। লোকসংখ্যা- ৪৮৭৩৮ জন।
শিক্ষা
শিক্ষার হার: ৭০% (২০০১সালের আদমশুমারী অনুসারে)।
শিক্ষা প্রতিষ্ঠান:
- কলেজ -2টি
- স্কুল এন্ড কলেজ -১টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৩টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৩টি
- উচ্চবিদ্যালয়- ৪টি
- দাখিল মাদ্রাসা-৪টি।
- ফাজিল মাদ্রাসা-১টি
- কওমী মাদ্রাসা-৩টি
- হাফিজি মাদ্রাসা-৩টি
- কেজি স্কুল-৪টি
দর্শনীয় স্থান
- মনজলাল সাহেব বাড়ি
- আল্লামা আব্দুল মুকিত মনজ্লালী দাখিল মাদ্রাসা
- সোজার দীঘি
- জালালপুর কলেজ
- বড় ভাগা নদী
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- আল্লামা আব্দুল মুকিত মনজ্লালী (র:) এর মাজার শরীফ।
- হযরত শাহ পলোয়ান (র:) এর মাজার শরীফ।
- হযরত শাহ গরম দেওয়ান (র:) এর মাজার শরীফ।
- হযরত শাহ জিয়া উদ্দিন(র:) এর মাজার শরীফ।
- হযরত শাহ তৌফিক ওমর মঞ্জরী (র:) এর মাজার শরীফ।
- হযরত শাহ সৈয়দ আফজল (র:) এর মাজার শরীফ।
- হযরত কারী জমিরউদ্দীন (রঃ) এর বাড়ি
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান
ওয়েস আহমদ
চেয়ারম্যানগণের তালিকা
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads