শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

জেনেভা

সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জেনেভা
Remove ads

জেনেভা (ফরাসি: Genève, জার্মান: Genf Genf, ইতালীয়: Ginevra [dʒiˈneːvra]; রোমানশ: Genevra) হচ্ছে জুরিখের পর সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর। এবং রোম্যানডি (সুইজারল্যান্ডের ফরাসি ভাষী অঞ্চল) অংশের সবচেয়ে জনবহুল শহর। রোন নদীজেনেভা লেক যেখানে মিলিত হয়েছে, সেই স্থানটিতে এই শহরের অবস্থান। জেনেভা রিপাবলিক অ্যান্ড ক্যান্টন অফ জেনেভা-এর রাজধানী।

Thumb
জেনেভা শহরের বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপনা

জুন ২০০৮-এর হিসাব অনুযায়ী জেনেভার জনসংখ্যা ১,৮৬,৮২৫,[] এবং ২০০৭ সালের আদমশুমারী অনুসারে মেট্রোপলিটান অঞ্চলে মোট বাড়ি আছে ৮,১২,০০০টি।[]

Remove ads

বৈশ্বিক গুরুত্ব

জেনেভা বিশ্বব্যাপী কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু, এবং অনেক সময়ই এটিকে গ্লোবাল সিটি বা বৈশ্বিক শহর বলে অভিহিত করা হয়। বিশেষ করে বিভিন্ন বিখ্যাত আন্তর্জাতিক সংগঠন, যেমন জাতিসংঘের বিভিন্ন সংস্থার কেন্দ্রীয় সদরদপ্তর এখানে অবস্থিত।[] এছাড়াও আন্তর্জাতিক সংগঠন রেড ক্রসের সদরদপ্তরও এখানেই অবস্থিত।[] জেনেভা শহরেই জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়েছিলো, যা যুদ্ধকালীন অযোদ্ধা ও যুদ্ধবন্দীদের মানবাধিকার রক্ষার একটি সনদ হিসেবে বিবেচিত।

Remove ads

আন্তর্জাতিক সংস্থার অবস্থান

খেলা

  • স্টেড ডি জেনেভ - ৩০,০০০ ধারণক্ষমতা বিশিষ্ট

পরিবহন

  • জেনেভা বিমানবন্দর - ফ্রান্সের সীমান্ত ঘেঁষা এই বিমানবন্দর।

তথ্যসূত্র

আরো পড়ুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads