শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
জ্ঞানেশ্বর
ভারতীয় বিচারক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
জ্ঞানেশ্বর ছিলেন দ্বাদশ শতাব্দীর ভারতের একজন বিশিষ্ট আইনজ্ঞ। তার গ্রন্থ, মিতাক্ষরা, উত্তরাধিকার নিয়ে কাজ করে এবং হিন্দু আইনের সবচেয়ে প্রভাবশালী আইনী গ্রন্থগুলির মধ্যে একটি। মিতাক্ষর হল যাজ্ঞবল্ক্য স্মৃতির উপর গ্রন্থ, একই নামের একজন ঋষির নামে নামকরণ করা হয়েছে।
জ্ঞানেশ্বর কর্ণাটকের বাসবকল্যাণের কাছে মাসিমাদু গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য (১০৭৬-১১২৬) এর দরবারে থাকতেন। [১]
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads