শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
ভারতের রাজনৈতিক দল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (আক্ষরিক.ঝাড়খণ্ড লিবারেশন ফ্রন্ট ; abbr. জেএমএম) হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি রাজনৈতিক দল যা বিনোদ বিহারী মাহাতো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[৪] সপ্তদশ লোকসভায় এটির একটি আসন রয়েছে। শিবু সরেন জেএমএমের বর্তমান সভাপতি। জেএমএম ওড়িশা রাজ্য এবং প্রতিবেশী রাজ্যগুলির কিছু অংশেরও একটি প্রভাবশালী রাজনৈতিক দল। ঝাড়খণ্ডের জন্য এর নির্বাচনী প্রতীক ধনুক ও তীর।[৫]
দলটি আনুষ্ঠানিকভাবে বিরসা মুন্ডার জন্মদিনে তৈরি করা হয়েছিল, যিনি ১৯ শতকের ঝাড়খণ্ডের আদিবাসী যোদ্ধা, যিনি বর্তমান ঝাড়খণ্ডে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন।[৬] ২০০০ সালে বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়খণ্ড রাজ্যও অস্তিত্ব লাভ করে।[৭]
Remove ads
মুখ্যমন্ত্রীদের তালিকা
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads