শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বিতস্তা নদী
ভারত এবং পাকিস্তানের অন্তর্গত নদী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বিতস্তা নদী বা ঝিলাম নদী (উর্দু: دریاۓ جہلم), (/ˈdʒeɪləm/) (সংস্কৃত: वितस्ता) ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পাঞ্জাবের পাঁচটি বড় নদীগুলোর মধ্যে ঝিলাম নদী একটি। এটি চেনব নদীর একটি উপনদী এবং এর দৈর্ঘ্য ৮১৩ কিলোমিটার (৫০৫ মাইল)।[৫]
ঋগ্বেদে ঝিলাম নদীকে “বিতস্তা’’ নদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে অপরদিকে প্রাচীন গ্রীসে এই নদী হাইডাস্পি নামে পরিচিত ছিল। আর্যরা ঋগ্বেদে এই নদীকে অত্যন্ত পবিত্র নদী হিসেবে উল্লেখ করেছে এবং ঋগ্বেদের অনেক জায়গায় সপ্তসিন্ধু নামে যে শব্দটি পাওয়া যায় ধারণা করা হয় যে, ঝিলাম নদী এই সপ্তসিন্ধুর মধ্যে একটি।
Remove ads
বাঁধ
বর্তমানে ভারতীয় অংশে ২টি বাঁধ রয়েছে। সম্মিলিতভাবে ৮১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।
বারামুল্লা জেলায় অবস্থিত উরি বাঁধ ভারতীয় অংশের সর্বনিম্নমুখী বাঁধ।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads