শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ডলু নদী
বাংলাদেশের নদী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ডলু নদী বা টংকাবতী নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের বান্দরবান ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫৩ কিলোমিটার, গড় প্রস্থ ৪৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ডলু নদীর প্রদত্ত পরিচিতি নম্বর পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী নং ০৬।[১] এটি পার্বত্য বান্দরবান থেকে প্রবাহিত হয় চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার ইউনিয়নের মধ্য দিয়ে এবং আরো কয়েকটি ইউনিয়নের প্রবেশ করে সাতকানিয়া উপজেলা প্রবাহিত হয়ে সাঙ্গু নদীতে পতিত হয়েছে।[২] এই নদীর উল্লেখযোগ্য কয়েকটি স্থান হল সাতকানিয়ার সামিয়ার পাড়া, লোহাগাড়ার পুটিবিলা, হাফেজ পাড়া, আধুনগর ইউনিয়ন, গারাংগিয়া ইত্যাদি।
বাঙালি লেখক শহীদুল জহির রচিত তৃতীয় গল্পসংকলনের শিরোনাম ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প (২০০৪) ডলু নদীর থেকে নেয়া।
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads