শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ডিম্বাণু

সিংহভাগ অসমগামী জীবে প্রাপ্ত স্ত্রীজননকোষ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ডিম্বাণু
Remove ads

ডিম্বাণু (ইংরেজি: Egg Cell অথবা Ovum) হল জীবের স্ত্রীজননকোষ যা জীবের যৌন জনন প্রক্রিয়ায় শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়ে থাকে।[] ডিম্বাণু সাধারণত হ্যপ্লয়েড ক্রোমোসোম ধারণ করে থাকে। নিষিক্ত ডিম্বাণু ডিপ্লয়েড যা প্রথমে জাইগোট গঠন করে যা পরবর্তিতে ভ্রূণ এবং শিশু জীবে পরিণত হয়। []

Thumb
মানুষের ডিম্বাণু
Thumb
শুক্রাণু দ্বারা ডিম্বাণুর নিষিক্তকরণ

উন্নত প্রাণীতে ডিম্বাণু সাধারণত ডিম্বাশয়ে তৈরী হয়। স্তন্যপায়ী প্রাণীতে ডিম্বাশয়ে অপরিণত জননকোষ থেকে উওজেনেসিস প্রক্রিয়ায় পরিণত ডিম্বাণু সৃষ্টি করে।[][][]

Remove ads

মানব ডিম্বাণু

মানব দেহের সবচেয়ে বড় কোষ হল ডিম্বাণু যা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়াই খালি চোখে দেখা সম্ভব। মানুষের ডিম্বাণু সাধারণত ০.১২ মিলিমিটার আকারের হয়ে থাকে।[] মানুষসহ অন্যান্য অমরাবতী প্রাণীতে ডিম্বাণুর নিষিক্তকরণ প্রাণীদেহের অভ্যন্তরে ঘটে থাকে। মানব ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার পর জরায়ুতে স্থাপিত হয়। এটি বারে বারে দ্বি বিভক্ত হতে থাকে এবং একপর্যায়ে ব্লাস্টোসিস্ট গঠন করে।[]

উওপ্লাজম

উওপ্লাজম হল ডিম্বাণুর কুসুম, এটি একটি কোষীয় বস্তু যা কোষের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এটি কোষের নিউক্লিয়াস যেটিকে জার্মিনাল ভেসিকল বলা হয় এবং নিউক্লিউলাস যেটিকে জার্মিনাল স্পট বলা হয়।[] স্তন্যপায়ী প্রাণীর ডিম্বাণু অতি সামান্য পরিমাণে পুষ্টি উপাদান সম্পন্ন কুসুম বহন করে যা ভ্রূণ ভ্রূণের প্রারম্ভিক অবস্থাতে পুষ্টির যোগান দেয়। পাখির ডিম পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান ধারণ করে এবং ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসার পূর্ব পর্যন্ত পুষ্টি সরবরাহ করে থাকে।[][]


পরিপক্ব মানব ডিম্বাণুকে তিনটি অংশে বিভক্ত করা যায়। যথা-

  1. ডিম্বাণু ঝিল্লি:
    1. লিপোপ্রোটিন সমৃদ্ধ আবরণী বিদ্যমান।
    2. জোনা পেলুসিডা নামক একটি প্রাইমারি আবরণী বিদ্যমান।
  2. সাইটোপ্লাজম (উওপ্লাজম)।
  3. নিউক্লিয়াস।
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads