শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ডুনেডিন
নিউজিল্যান্ডের ওটাগোতে অবস্থিত শহরে উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ডুনেডিন (/dʌˈniːdɪn/ ( )[৭] duh-NEE-din; মাওরি: Ōtepoti) নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম নগর। এ নগরটি ওতাগো অঞ্চলের প্রধান নগর। জনসংখ্যার দিক দিয়ে নিউজিল্যান্ডের সপ্তম বৃহত্তম হলেও ঐতিহাসিক দৃষ্টিকোণে, সাংস্কৃতিক ও ভৌগোলিক কারণে চতুর্থ প্রধান নগরের মর্যাদা পেয়েছে।[৮] একসময় ঊনবিংশ শতকে ডুনেডিন জনসংখ্যার দিক দিয়ে সর্ববৃহৎ নগর ছিল। ৫ মার্চ, ২০১৩ তারিখ পর্যন্ত নগরের সর্বমোট জনসংখ্যা ১২০,২৪৬জন ছিল।[৯]
Remove ads
গুরুত্ব
ওতাগোর মধ্য-পূর্বাংশীয় উপকূলে ডুনেডিনের নগর অঞ্চল গড়ে উঠেছে। ওতাগো উপত্যকা ও পাহাড়ে ঘেরা ডুনেডিনে মৃত আগ্নেয়গিরি রয়েছে।
নগরের প্রধান শিল্পখাত হিসেবে রয়েছে শিক্ষাব্যবস্থা। ১৮৬৯ সালে নিউজিল্যান্ডের প্রথম বিশ্ববিদ্যালয়রূপে ওতাগো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এছাড়াও ওতাগো পলিটেকনিক রয়েছে। ২০০৬ সালের জরীপে ১৫ থেকে ২১ বছর বয়সী ছাত্র নগরের মোট জনসংখ্যার ২১.৬% যা সমগ্র নিউজিল্যান্ডের ১৪.২% এর তুলনায় বেশি।[১০]
Remove ads
তথ্যসূত্র
আরও দেখুন
গ্রন্থপঞ্জি
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads