শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ড্যামিয়েন রাভু

ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

ড্যামিয়েন রাভু (জন্ম - ৩ মে ১৯৯৪) একজন পাপুয়া নিউ গিনির ক্রিকেটার[] ২০১৫ সালের ১ অক্টোবরে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে পাপুয়া নিউ গিনির হয়ে তার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। [] রাভু পাপুয়া নিউ গিনির হয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) খেলেন স্কটল্যান্ডের বিপক্ষে ২৫ নভেম্বর ২০১৭ সালে। []

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...

আগস্ট ২০১৮-তে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ইস্ট এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ার ২০১৮-১৯ টুর্নামেন্টে পাপুয়া নিউ গিনির স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন ড্যামিয়েন রাভু। []

২০১৯ এর মার্চে পাপুয়া নিউ গিনির হয়ে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ইস্ট এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ার ২০১৮-১৯ টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালেও রাভু অংশগ্রহণ করেছিলেন। [] ২২ মার্চ ২০১৯ এ ফিলিপাইনের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। [] পরের মাসে, নামিবিয়ায় আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ বিভাগ-২ টুর্নামেন্টে তিনি পাপুয়া নিউ গিনির হয়ে অংশগ্রহণ করেন। []

ড্যামিয়েন রাভু ২০১৯-প্যাসিফিক গেমস পুরুষ টুর্নামেন্টে পাপুয়া নিউ গিনি ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। [] এছাড়াও ২০১৯ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বেও নিজ দেশের হয়ে অংশগ্রহণ করেন। []

Remove ads

আন্তর্জাতিক ক্রিকেট পরিসংখ্যান

ব্যাটিং পরিসংখ্যান

আরও তথ্য খেলার ধরন, ম্যাচ ...

বোলিং পরিসংখ্যান

আরও তথ্য খেলার ধরন, ম্যাচ ...

[১০]

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads