শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
Remove ads

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীন পলিটেকনিক ইনস্টিটিউট।[]

দ্রুত তথ্য নীতিবাক্য, ধরন ...
Thumb
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতর ছোট্ট একটি মাঠ
Remove ads

ইতিহাস

সারাংশ
প্রসঙ্গ

১৯৪৯ এর ফেব্রুয়ারিতে Council of Technical Education in Pakistan এর রিপোর্ট মোতাবেক ১৯৫৫ সালে করাচী ও ঢাকায় দু’টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সি. এল. আই. ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন-এর অর্থানুকুল্যে ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি স্থাপিত হয় বর্তমানের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তখন যার নাম ছিল ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট।

১৯৭১ সালে এর মে মাসে নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।

এর প্রতিষ্ঠার কাজ শুরু হয় ১৯৫৩ সালে এবং শেষ হয় ১৯৫৫ সালে। প্রথম ব্যাচ ভর্তি করা হয় ১৯৫৬ সালে।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৩ সালে  Dacca থেকে Dhaka নামে পরিবর্তিত হয়ে বর্তমান Dhaka Polytecnic Institute নামে নাম করণ হয়. আমেরিকার ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরণে পরিচালিত তিন বৎসর মেয়াদি চারটি প্রযুক্তিতে (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাওয়ার) ১২০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি Associate in Engineering নামে প্রত্যয়ন হতো। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী এই কোর্সে ১২টি টেকনোলোজি চলমান রয়েছে।যদিও এইটি সবচেয়ে পুরাতন পলিটেকনিক নয়, তবে এইটির প্রস্তাবনা গ্লাস এন্ড সিরামিকস এর আগেই দেওয়া হয়েছে বিধায় একে সবচেয়ে পুরাতন পলিটেকনিক হিসেবে আখ্যায়িত করা হয়।

বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর কৃতি শিক্ষার্থী।

Remove ads

অবস্থান

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং পশ্চিমে ঢাকা-টংগী মহাসড়ক।[] এবং তার পেছন দিকে রয়েছে দৃষ্টিনন্দন হাতিরঝিল।

ক্যাম্পাস

মূল ক্যাম্পাসে রয়েছে চারতলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম ও ল্যবরেটরী এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার। উত্তর পাশে সোনালি ব্যাংক ঢাকা পলিটেকনিক শাখা, পুর্বে পোষ্ট আফিস আছে। ঢাকা পলিটেকনিক ফিল্ড ক্যাম্পাস হতে একটু দুরে অবস্থিত।

প্রযুক্তি

একাডেমিক প্রযুক্তি সমূহের মধ্যে রয়েছে

  1. আর্কিটেকচার প্রকৌশল
  2. অটোমোবাইল প্রকৌশল
  3. কেমিক্যাল প্রকৌশল
  4. সিভিল প্রকৌশল
  5. কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল
  6. ইলেকট্রিক্যাল প্রকৌশল
  7. ইলেকট্রনিক্স প্রকৌশল
  8. এনভায়রনমেন্টাল প্রকৌশল
  9. ফুড প্রকৌশল
  10. মেকানিক্যাল প্রকৌশল
  11. পাওয়ার প্রকৌশল
  12. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রকৌশল (আর.এ.সি)

ছাত্র সংগঠনসমূহ

  • সিএসটি ক্লাব
  • ডিপিআই রোবোটিক্স ক্লাব
  • ডিপিআই বন্ধুমহল
  • বেসিস স্টুডেন্ট ফোরাম – ডিপিআই চ্যাপ্টার
  • টিম শ্যাডো
  • ডিপিআইয়ান'স ডায়েরি
  • ডিপিআই রোভার স্কাউট গ্রুপ
  • ডিপিআই স্পোর্টস অ্যাসোসিয়েশন
  • ডিপিআই নাট্য সংঘ
  • ডিপিআই ব্লাড ডোনেশন
  • ডিপিআই সাংবাদিক সংঘ
  • টিম কারিগর – ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি উদ্ভাবনী দল
  • ডিপিআই বিতর্ক সংঘ
  • ডিপিআই সাংস্কৃতিক ক্লাব
  • ঢাকা পলিটেকনিক প্রাক্তন ছাত্র সমিতি[]

ছাত্রাবাস

পূর্বে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল থাকলেও বর্তমানে ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল রয়েছে।

  • লতিফ হল, এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্রাবাস
  • কাজী মোতাহার হোসেন হল
  • জহির রায়হান হল
  • মনিরুজ্জামান হল (বর্তমানে শিক্ষকদের জন্য সংরক্ষিত)
  • কাজী নজরুল ইসলাম হল
  • মহিলা হল (দুই ভবন বিশিষ্ট)
  • আজিজ ছাত্রাবাস

আরও দেখুন

তথ্যসূত্র

[]

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads