শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
বাংলাদেশের ঢাকা জেলার রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন (বা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন) বাংলাদেশের ঢাকা জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (ঢাকা বিমানবন্দর নামেও পরিচিত) গোল চত্ত্বরের পূর্ব পার্শ্বে অবস্থিত। এটি কমলাপুর রেলওয়ে স্টেশন ও টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন হতে ৫ কিলোমিটার এবং জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত।[১]
Remove ads
অবকাঠামো
এটি কমলাপুর–টঙ্গী ডুয়েল–গেজ রেলপথের অন্তর্ভুক্ত। এই স্টেশনটিতে দুটি প্ল্যাটফর্ম রয়েছে। দুটি প্ল্যাটফর্মের জন্য দুটি লুপ–লাইন রয়েছে। প্ল্যাটফর্ম দুটির মধ্যে যাতায়াতের জন্য একটি ফুট ওভারব্রীজ রয়েছে। দুটি মেইন আইনের মাঝে লোহার বেড়া বসানো আছে যাতে ওভারব্রীজ ব্যতীত কেউ প্ল্যাটফর্ম দুটির মধ্যে যাতায়াত করতে না পারে। ২০২০ সালের ১০ সেপ্টেম্বর স্টেশনের ১নং প্ল্যাটফর্মের মানোন্নয়ন ও অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম উদ্বোধন করা হয়।[২][৩]
স্টেশনের মূল গেইট দিয়ে কাউন্টার থেকে প্ল্যাটফর্ম টিকেট সংগ্রহ করে প্রবেশ করতে হয়। স্টেশনের দুই প্রান্ত দ্বারা বহিরাগত অনুপ্রবেশ বন্ধ করার জন্য শাটারের মাধ্যমে দুই প্রান্তে বাঁধা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই স্টেশনে ডিজিটাল–ডিসপ্লে ও ডিজিটাল–টিকেটিং এর ব্যবস্থা রয়েছে। স্টেশনের বাহিরে গাড়ী পার্কিং এর ব্যবস্থা রয়েছে।
Remove ads
যাত্রাবিরতি
এই স্টেশনে যাত্রীবাহী ট্রেনের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ব্যতীত সকল ট্রেনই যাত্রাবিরতি দেয়।
চিত্রশালা
- স্টেশন ভবন
- স্টেশনে আগত একটি ট্রেন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads