শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

তমলুক

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

তমলুকmap
Remove ads

তমলুক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি সদর শহর ও পৌরসভা এলাকা। শহরটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। প্রাচীনকালে তমলুক শহরটি তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল।

দ্রুত তথ্য তমলুক তাম্রলিপ্ত, তাম্রলিপি, দেশ ...
Remove ads

ভৌগোলিক উপাত্ত

Thumb
তমলুকের ভগ্নপ্রায় রাজবাড়ি

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.৩° উত্তর ৮৭.৯২° পূর্ব / 22.3; 87.92[] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৭ মিটার (২২ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে তমলুক শহরের জনসংখ্যা হল ৪৫,৮২৬ জন।[] এর মধ্যে পুরুষ ৫২%, এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৭৭%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৩%, এবং নারীদের মধ্যে এই হার ৭২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে তমলুক এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads