শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
তারিক আহমেদ
বাংলাদেশী ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
তারিক আহমেদ রুবেন (জন্ম: ১ জানুয়ারি ১৯৮১, বাংলাদেশের রংপুরে ) ২০০৮-০৯ সাল থেকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন এমন একজন প্রথম শ্রেণির ক্রিকেটার ।
Remove ads
ক্যারিয়ার
তারিক আহমেদ রুবেন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনি ২০০৮-০৯ সালে চট্টগ্রাম বিভাগ এবং ২০১০-১১ সালে বরিশাল বিভাগের হয়ে খেলেন, তবে ২০১১ সালে রংপুর বিভাগের দল গঠিত হলে তিনি নতুন দলের অধিনায়ক হয়ে রংপুরে ফিরেন। ২০১১-১২ সালের পরে তাকে অধিনায়ক নিযুক্ত করা হয়নি, তবে তিনি খেলোয়াড় হিসাবে রংপুর বিভাগে রয়েছেন। ২০১৫-১৬ সালে ঢাকা বিভাগের বিপক্ষে তার সর্বশেষ প্রথম-শ্রেণীর ম্যাচে রংপুর বিভাগের হয়ে তার সর্বোচ্চ স্কোর ১০২ রান। [১]
Remove ads
রেকর্ড ও পরিসংখ্যান
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads