শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
তেজগাঁও রেলওয়ে স্টেশন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
তেজগাঁও রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশন যা ঢাকা জেলার তেজগাঁওতে অবস্থিত।[১][২]
Remove ads
অবকাঠামো
স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মটি প্রায় চারদিক থেকেই খোলা।[৩] যাত্রীদের জন্য ১৫ আসনের একটি বিশ্রামাগার (দ্বিতীয় শ্রেণি) আছে।[৩] টিকিট কাটার জন্য মোট তিনটি কাউন্টার রয়েছে, যার মধ্যে দুটি পুরুষ এবং একটি মহিলা ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য।[৪]
সমালোচনা
দূর্বল অবকাঠামো, পর্যাপ্ত লোকবলের অভাব, দূষিত পরিবেশ এবং নিরাপত্তাহীনতার কারণে তেজগাঁও রেলওয়ে স্টেশন প্রায়ই সমালোচিত।[২][৫] গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, চলন্ত ট্রেনে অধিকাংশ ছিনতাইয়ের ঘটনা তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটছে।[৫]
দুর্ঘটনা
- ০৬/১০/২০১৯: বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ট্রেন তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।[৬]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads