আব্দুল-নাসির ওলুওয়াতোসিন ওলুওয়াদোয়িনসোলামি আদারাবিয়ো (জন্ম ২৪ সেপ্টেম্বর ১৯৯৭) সাধারণত শুধু তোসিন নামে পরিচিত একজন ইংরেজ পেশাদার ফুটবলার যিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছেএবং ১২ আগস্ট ২০২৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
বন্ধ
তোসিন আদারাবিয়ো
৭ জুন ২০২৪ সালে খবর প্রচারিত হয় যে আদারাবিয়ো চেলসি ফুটবল ক্লাবের সাথে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। ১ জুলাই ২০২৪-এ বিনামূল্যের স্থানান্তরের মাধ্যমে তিনি চেলসিতে যোগ দেন।[৬][৭]