শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দাভিদ দাত্রো ফফানা
আইভোরীয় ফুটবল খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দাভিদ দাত্রো ফফানা (ফরাসি: David Datro Fofana; জন্ম: ২২ ডিসেম্বর ২০০২; দাভিদ ফফানা নামে সুপরিচিত) হলেন একজন আইভোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং কোত দিভোয়ার জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ফফানা ২০২২ সালে কোত দিভোয়ারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কোত দিভোয়ারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
Remove ads
প্রারম্ভিক জীবন
দাভিদ দাত্রো ফফানা ২০০২ সালের ২২শে ডিসেম্বর তারিখে কোত দিভোয়ারের উরাঘিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads