শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দিল মেরা ধড়কন তেরি
১৯৬৮ সালের চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দিল মেরা ধড়কন তেরি (আমার হৃদয়, হৃৎস্পন্দন তোমার) হচ্ছে ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি পাকিস্তানি উর্দু চলচ্চিত্র। চলচ্চিত্রটির প্রযোজক ছিলেন মোর্তজা আফতাব এবং পরিচালক ছিলেন এম. এ. রশিদ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন ওয়াহিদ মুরাদ, শামীম আরা, রানি, লেহরি, সালমা মুমতাজ, নিঘাত সুলতানা এবং তালিশ।[১][২]
২০১৭ সালের চলচ্চিত্রটি পাকিস্তানের 'লোক ভির্সা জাদুঘর'-এ প্রদর্শিত হয়েছিলো।[৩]
Remove ads
অভিনয়ে
- ওয়াহিদ মুরাদ - শাকিল
- শামীম আরা - নাজমা
- রানি - নাদিরা
- লেহরি
- সালমা মুমতাজ
- নিঘাত সুলতানা
- তালিশ
মুক্তি
১৯৬৮ সালের ১ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি বিভিন্ন প্রেক্ষাগৃহে ১৮ সপ্তাহ চলে এবং করাচিতে চলে ৫৮ সপ্তাহ।[১]
সঙ্গীত
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন মাস্টার এনায়েত হোসেন,[২] এবং গীতিকার ছিলেন কাতিল শিফাই। গানগুলোর কণ্ঠশিল্পী ছিলেন আহমেদ রুশদি, মালা, মেহদী হাসান এবং মাসুদ রানা।[১]
গানের তালিকা
- কিয়া হে জো প্যায়ার তো পাড়েগা নিভানা - আহমেদ রুশদি
- কিয়া হে জো প্যায়ার তো পাড়েগা নিভানা - আহমেদ রুশদি এবং মালা
- দিল কা দর্দ বিচ কে - মালা
- রুঠ গায়ি কিঁউ মুঝসে - আহমেদ রুশদি এবং মালা
- গুজরে না শাম অ্যাকেলি - আহমেদ রুশদি এবং মালা
- আব তো আজা ক্যাহ তুঝে ইয়াদ কিয়া হে দিল নে - মেহদী হাসান
- ঝুম আয়ে দিল ও মেরা জানে বাহার আয়ে গা - মাসুদ রানা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads