শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দৈনিক নয়া দিগন্ত
বাংলাদেশী পত্রিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দৈনিক নয়া দিগন্ত ২০০৪ সাল থেকে দিগন্ত মিডিয়া কর্পোরেশন কর্তৃক বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশের একটি প্রথম শ্রেণীভূক্ত জাতীয় দৈনিক সংবাদপত্র। এর বর্তমান সম্পাদক আলমগীর মহিউদ্দিন। ভারপ্রাপ্ত সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট সালাহ উদ্দিন বাবর।[১]
Remove ads
অন্যান্য প্রকাশনা
- সাপ্তাহিক প্রকাশনা
- অবকাশ: এটি দৈনিক নয়া দিগন্তের একটি সাপ্তাহিক ম্যগাজিন যা প্রতি রোববার মূল পত্রিকার সাথে প্রকাশিত হয়। । প্রতি সংখ্যায় প্রচ্ছদ রচনাসহ নিয়মিত অনিয়মিত বিভাগ থাকে। এর মধ্যে রয়েছে, ‘জীবনের বাঁকে বাঁকে’, ‘ভিন্নপাতা’ ও ‘অব্যাখ্যাত রহস্য’। এটির বিভাগীয় সম্পাদক মাকসুদা সুলতানা।
- থেরাপি (রম্য): দৈনিক নয়া দিগন্তের একটি সাপ্তাহিক রঙ্গ ম্যগাজিন যা প্রতি বুধবার মূল পত্রিকার প্রকাশিত হয়। । প্রতিটি সংখ্যায় প্রচ্ছদ রচনাসহ নিয়মিত অনিয়মিত অনেকগুলো বিভাগ ও রঙ্গ কার্টুন থাকে। এটির বিভাগীয় সম্পাদক নাট্যকার আহমেদ শাহাবুদ্দিন।
- সাতরং (লাইফ স্টাইল): এটির বিভাগীয় সম্পাদক সাবিরা সুলতানা।
- মাসিক প্রকাশনা
- অন্য এক দিগন্ত। এটির বিভাগীয় সম্পাদক আলফাজ আনাম।
Remove ads
হামলা অগ্নি সংযোগ
১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের ফাঁসির দাবীতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া শাহবাগ আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কিছু প্রতিষ্ঠান ও প্রচার মাধ্যমকে বন্ধ করার দাবি জানানো হয়, তার মধ্যে দৈনিক নয়া দিগন্ত অন্যতম।[২] শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে এই পত্রিকা বর্জন করার ঘোষণা দেয়া হয়।[৩] আন্দোলন চলাকালে ১২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখ দুপুরে ঢাকার মতিঝিলের ইনার সার্কুলার রোডে অবস্থিত দৈনিক নয়া দিগন্তের কার্যালয়ে হামলা করে নয়া দিগন্তের গাড়ি ও কাগজের রোল পুড়িয়ে দেওয়া হয়।[৪] এ হামলার ঘটনায় নিন্দা জানায় বিএনপি।[৫] ২২ ফেব্রুয়ারি এই পত্রিকার চট্টগ্রাম আফিসেও হামলা চালানো হয়।[৬] ২৪ ফেব্রুয়ারি ২০১৩, চট্টগ্রামে ১২টি ইসলামী সমমনা দলের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে শাহবাগ আন্দোলন থেকে শুরু হওয়া মিছিলে প্রতিবাদস্বরূপ অগ্নিসংযোগ করা হয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকায়।[৭] পত্রিকাটি সার্কুলেশনের দিক থেকে দ্বিতীয় বা তৃতীয়[তথ্যসূত্র প্রয়োজন] স্থানে অবস্থান করছে। তবে সরকারি বিজ্ঞাপন না পাওয়ার[তথ্যসূত্র প্রয়োজন] কারণে বর্তমানে পত্রিকাটি আর্থিক সংকটের মধ্যে রয়েছে।
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads