শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দ্য টাইমস গ্রুপ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বেনেট কোলেম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড সাধারণত দ্য টাইমস গ্রুপ হিসেবে পরিচিত,[৩][৪] ফিনানশিয়াল টাইমসহ ২০১৫ সালের মার্চ পর্যন্ত ভারতের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ ।[৫] ২০১৪ সালের মে মাসে ভারতের দ্য অডিট ব্যুরো অব সার্কুলেশন প্রতিবেদন করে যে ইংরেজি ভাষায় প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে দ্য টাইমস অব ইন্ডিয়া, যার গড় বিক্রয় ৩,৩২১,৭০২ কপি।[৫][৬] দ্য টাইমস গ্রুপ এর ১১,০০০-এর উপরে কর্মী রয়েছে এবং নীট আয় $১.৫ বিলিয়ন অতিক্রম করেছে।[২]
Remove ads
টেলিভিশন চ্যানেল
এই গ্রুপের অধীনস্থ টেলিভিশন চ্যানেল সমূহ [৭]
- মুভিজ নাউ
- এমএনএক্স
- এমএন প্লাস
- রোমেডি নাউ
- জুম
- টাইমস নাউ
- টাইমস নাউ ওয়ার্ল্ড
- মিরর নাউ
- ইটি নাউ
তথ্যসূত্র
আরও পড়ুন
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads