শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ধরমণ্ডল ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ধরমণ্ডল ইউনিয়নmap
Remove ads

ধরমণ্ডল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য ধরমণ্ডল, ১৩নং ধরমণ্ডল ইউনিয়ন পরিষদ ...
Thumb
মানচিত্র
Remove ads

ইতিহাস

ধরমণ্ডল বাংলাদেশের তৃতীয় বৃহত্তম গ্রাম। লোকমুখে শোনা যায়, অনেক বছর পূর্বে ধর এবং মণ্ডল নামে দুই জন্য বিশিষ্ট লোক ছিল। তাদের নামের উপর ভিত্তি করে ধরমণ্ডল নামকরণ করা হয়।[]

আয়তন ও অবস্থান

ধরমণ্ডল ইউনিয়নের আয়তন ৪,২৭০ একর (১৭.২৮ বর্গ কিলোমিটার)।[] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ ইউনিয়নের পশ্চিমে ফান্দাউক ইউনিয়ন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নমুড়িয়াউক ইউনিয়ন; উত্তরে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়ন; পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন এবং দক্ষিণে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন অবস্থিত।

Remove ads

প্রশাসনিক কাঠামো

ধরমণ্ডল ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ৫টি।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরমণ্ডল ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৫৪৬ জন। এর মধ্যে পুরুষ ১০,০২২ জন এবং মহিলা ১০,৫২৪ জন। মোট পরিবার ৩,৬৭৪টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৮৯ জন। মৌজা এবং গ্রামভিত্তিক জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[]

আরও তথ্য ক্রম নং, মৌজা নং ...
Remove ads

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরমণ্ডল ইউনিয়নের সাক্ষরতার হার ২৯%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

  • ধরমণ্ডল উচ্চ বিদ্যালয়[]

যোগাযোগ ব্যবস্থা

নাসিরনগর উপজেলা সদর থেকে ধরমণ্ডল ইউনিয়নে যোগাযোগের প্রধান দুইটি সড়ক সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক এবং ফান্দাউক-বাঘাসুরা-ছাতিয়াইন সড়ক। বাস বা সিএনজি চালিত অটোরিক্সা যোগে যাতায়াত করা যায়। তবে বর্ষাকালে প্রধান যোগাযোগ মাধ্যম হয় নৌকা।[]

খাল ও নদী

ধরমণ্ডল ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বলভদ্রা নদী[]

হাট-বাজার

ধরমণ্ডল ইউনিয়নের প্রধান হাট/বাজার হল ধরমণ্ডল বাজার।[]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: বাহার উদ্দিন চৌধুরী[][]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads