শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

নওয়াজুদ্দীন সিদ্দিকী

ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

নওয়াজুদ্দীন সিদ্দিকী
Remove ads

নওয়াজুদ্দীন সিদ্দিকী (হিন্দি: नवाज़ुद्दीन सिद्दीकी; জন্ম ১৯ মে ১৯৭৪) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। সিদ্দিকী ভারতীয় কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহের মধ্যে রয়েছে; ব্ল্যাক ফ্রাইডে (২০০৪), নিউ ইয়র্ক (২০০৯), পিপলি লাইভ (২০১০), কাহানি (২০১২), গ্যাংস অব ওয়াসিপুর (২০১২), গ্যাংস অব ওয়াসিপুর - ২য় পর্ব (২০১২), মানঝি (২০১৩), তালাশ (২০১২), বদলাপুর (২০১৫) এবং বজরঙ্গি ভাইজান (২০১৫)।[][] তিনি অসাধারণ অভিনয় শৈলীর সুবাদে তিনবার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্য লাঞ্চবক্স চলচ্চিত্রের জন্য একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে এই পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি একবার করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কারজি সিনে পুরস্কার লাভ করেন।[][]

দ্রুত তথ্য নওয়াজুদ্দিন সিদ্দিকী, জন্ম ...

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি দুটি এমি পুরস্কার মনোনীত ধারাবাহিকে অভিনয় করেন, তন্মধ্যে একটি হল নেটফ্লিক্সের মৌলিক ধারাবাহিক স্যাক্রেড গেমস এবং জেমস ওয়াটকিন পরিচালিত ম্যাকমাফিয়া

Remove ads

প্রাথমিক জীবন ও শিক্ষা

নওয়াজুদ্দিন সিদ্দিকী উত্তর প্রদেশের ছোট গ্রাম বুধানায় একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।[][][১০] সিদ্দিকী নয় ভাইবোনের মধ্যে থেকে বেড়ে ওঠেন; এদের মধ্যে থেকে সাত ভাই এবং দুই বোন রয়েছে।[১১] [১২]

ব্যক্তিগত জীবন

নওয়াজুদ্দিন ভারতের মুম্বইয়ের আন্ধেরিতে যারি রোডে তার ছোট ভাই সামাশ নবাব সিদ্দীকির সাথে বসবাস করেন। সামাস বর্তমানে পরিচালক হিসেবে কাজ করছেন। নওয়াজুদ্দিন সিদ্দিকীর স্ত্রী অঞ্জনা কিশোর পাণ্ডে, তাঁদের ঘরে আছে এক মেয়ে শোরা সিদ্দিকী ও এক ছেলে ইয়ানি সিদ্দিকী।[১৩]

চলচ্চিত্রের তালিকা

আরও তথ্য বছর, চলচ্চিত্র ...
Remove ads

পুরস্কার

আরও তথ্য বছর, পুরস্কার ...
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads