শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

নকিয়া

একটি মোবাইল ফোন প্রতিষ্ঠান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

নকিয়া
Remove ads

নোকিয়া কর্পোরেশন একটি ফিনল্যান্ডভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং ভোক্তা ইলেকট্রনিক্স কোম্পানি, যার সূচনা হয়েছিল ১৮৬৫ সালে একটি কাগজকল হিসেবে। নোকিয়ার প্রধান কার্যালয় ফিনল্যান্ডের এসপো শহরে, যা হেলসিঙ্কি মহানগর অঞ্চলের অন্তর্গত, তবে কোম্পানির প্রকৃত উৎপত্তিস্থল ছিল পিরকানমা অঞ্চলের তাম্পেরে এলাকায়। ২০২০ সালে নোকিয়ায় প্রায় ৯২,০০০ কর্মী কাজ করছিলেন, যারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে ছড়িয়ে ছিল এবং কোম্পানিটি ১৩০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করত। ওই বছর কোম্পানির বার্ষিক আয় ছিল আনুমানিক ২৩ বিলিয়ন ইউরো। নোকিয়া একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যা নাসডাক হেলসিঙ্কি এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। এটি ২০১৬ সালের আয় অনুযায়ী বিশ্বের ৪১৫তম বৃহত্তম কোম্পানি ছিল এবং ২০০৯ সালে এটি সর্বোচ্চ ৮৫তম অবস্থানে পৌঁছেছিল। এটি ইউরো স্টক্স ৫০ স্টক মার্কেট সূচকের একটি অংশ।

দ্রুত তথ্য ধরন, শেয়ারবাজার প্রতীক ...

গত ১৫০ বছরের বেশি সময় ধরে কোম্পানিটি বিভিন্ন খাতে কাজ করেছে। এটি প্রথমে একটি কাগজকল হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এটি রাবার ও তারজাতীয় পণ্যের সঙ্গেও যুক্ত ছিল। তবে ১৯৯০-এর দশক থেকে নোকিয়া বৃহৎ পরিসরে টেলিযোগাযোগ অবকাঠামো, প্রযুক্তি উন্নয়ন এবং লাইসেন্সিংয়ের ওপর গুরুত্ব দিতে শুরু করে। মোবাইল টেলিফোন শিল্পে নোকিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, বিশেষ করে GSM, 3G ও LTE প্রযুক্তির বিকাশে। ১৯৯৮ সাল থেকে এক দশক ধরে এটি ছিল বিশ্বব্যাপী সবচেয়ে বড় মোবাইল ফোনস্মার্টফোন প্রস্তুতকারক। তবে ২০০০-এর দশকের শেষদিকে একাধিক দুর্বল ব্যবস্থাপনার কারণে কোম্পানিটি দ্রুত বাজার হারাতে শুরু করে।

মাইক্রোসফটের সঙ্গে অংশীদারিত্ব এবং এরপরে বাজারে সংকটে পড়ার পর, ২০১৪ সালে মাইক্রোসফট নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনে নেয় এবং সেটিকে "মাইক্রোসফট মোবাইল" নামে পরিচিত করে। এই বিক্রির পর নোকিয়া টেলিযোগাযোগ অবকাঠামো ও ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির দিকে মনোযোগ দেয়। এ সময় তারা তাদের Here ম্যাপিং বিভাগ বিক্রি করে এবং আলকাটেল-লুসেন্ট (এবং এর Bell Labs গবেষণা প্রতিষ্ঠানসহ) অধিগ্রহণ করে। এরপর কোম্পানিটি ভার্চুয়াল রিয়েলিটি ও ডিজিটাল হেলথ সেক্টরে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে, যার অংশ হিসেবে তারা উইথিংস নামক প্রতিষ্ঠান অধিগ্রহণ করে। ২০১৬ সালে HMD এর সাথে লাইসেন্স চুক্তির মাধ্যমে নোকিয়া ব্র্যান্ড আবার মোবাইল ও স্মার্টফোন বাজারে ফিরে আসে। নোকিয়া এখনো বিশ্বের বড় মোবাইল ফোন নির্মাতাদের জন্য একটি প্রধান পেটেন্ট লাইসেন্সদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ২০১৮ সাল নাগাদ নোকিয়া ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম নেটওয়ার্ক সরঞ্জাম প্রস্তুতকারক।

নোকিয়া ফিনিশদের কাছে একটি জাতীয় গর্বের প্রতীক হিসেবে বিবেচিত, কারণ এর মোবাইল ফোন ব্যবসা ফিনল্যান্ড থেকে উঠে আসা বৃহত্তম কোম্পানি ও ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। ২০০০ সালে শীর্ষ অবস্থানে থাকা সময়ে নোকিয়া ফিনল্যান্ডের মোট দেশজ উৎপাদনের ৪%, মোট রপ্তানির ২১% এবং নাসডাক হেলসিঙ্কির বাজার মূলধনের ৭০% অংশ জুড়ে ছিল।

Remove ads

ইতিহাস

সারাংশ
প্রসঙ্গ

১৮৬৫–১৯৬৭

নোকিয়ার ইতিহাস শুরু হয় ১৮৬৫ সালে, যখন খনিজ প্রকৌশলী ফ্রেডরিক ইডেস্টাম ফিনল্যান্ডের তাম্পেরে শহরের কাছাকাছি তামারকসকি জলপ্রপাতের তীরে একটি কাগজকল প্রতিষ্ঠা করেন (তৎকালীন ফিনল্যান্ড ছিল রাশিয়ান সাম্রাজ্যের অধীনে গ্র্যান্ড ডাচি)। ১৮৬৮ সালে তিনি নোকিয়া নামক পার্শ্ববর্তী শহরের কাছে আরও একটি কাগজকল স্থাপন করেন, যেখানে জলবিদ্যুৎ শক্তির উৎস আরও ভালো ছিল। ১৮৭১ সালে ইডেস্টাম তাঁর বন্ধু লিও মেশেলিনের সঙ্গে অংশীদারত্বে একটি কোম্পানি গঠন করেন এবং সেটির নাম দেন নোকিয়া এবি (সুইডিশ ভাষায়), যার ইংরেজি রূপ Nokia Company, দ্বিতীয় কাগজকলের অবস্থান থেকে নামটি নেওয়া হয়।

১৮৯৬ সালে ইডেস্টাম অবসর গ্রহণ করেন এবং মেশেলিন কোম্পানির চেয়ারম্যান হন। ১৯০২ সালে মেশেলিন কোম্পানিকে বিদ্যুৎ উৎপাদনে প্রসারিত করেন, যেটির বিরোধিতা করেছিলেন ইডেস্টাম। ১৯০৪ সালে Eduard Polón নামক উদ্যোক্তা প্রতিষ্ঠিত রাবার কোম্পানি Suomen Gummitehdas (ফিনিশ রাবার ওয়ার্কস) নোকিয়া শহরের কাছে একটি কারখানা স্থাপন করে এবং কোম্পানিটির নাম হিসেবে ‘নোকিয়া’ ব্যবহার করে।

১৯২২ সালে স্বাধীন ফিনল্যান্ডে Nokia Ab, Finnish Rubber Works এবং Kaapelitehdas (ক্যাবল ফ্যাক্টরি) যৌথভাবে একত্রিত হয় এবং Eduard Polón-এর নেতৃত্বে পরিচালিত হতে থাকে। ১৯৩০-এর দশকে রাবার কোম্পানিটি নোকিয়া অঞ্চলে স্থানান্তরিত হয়ে দ্রুত সম্প্রসারিত হয়, কারণ সেখানে বিদ্যুৎ সরবরাহ সহজলভ্য ছিল। পরে ক্যাবল কোম্পানিটিও একই অঞ্চলে চলে আসে।

এই সময়ে নোকিয়া বেসামরিক ও সামরিক উভয় ব্যবহারের জন্য গ্যাস মাস্ক (রেসপিরেটর) উৎপাদন করত, যা ১৯৩০-এর দশক থেকে শুরু করে ১৯৯০-এর দশকের গোড়ার দিক পর্যন্ত চলমান ছিল।

১৯৬৭–১৯৯০

১৯৬৭ সালে তিনটি কোম্পানি—নোকিয়া, কেবল ফ্যাক্টরি (Kaapelitehdas), এবং ফিনিশ রাবার ওয়ার্কস—একত্রিত হয়ে নতুন নোকিয়া কর্পোরেশন গঠন করে। কোম্পানিটি তখন চারটি প্রধান খাতে পুনর্গঠিত হয়: বনজ, কেবল, রাবার এবং ইলেকট্রনিক্স। ১৯৭০-এর দশকের শুরুর দিকে নোকিয়া নেটওয়ার্কিং এবং রেডিও শিল্পে প্রবেশ করে। ১৯৮৩ সালে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর জন্য Sanomalaite M/90 কমিউনিকেটরসহ সামরিক সরঞ্জাম তৈরি শুরু করে, যার মধ্যে ছিল ১৯৬০-এর দশকে প্রথম তৈরি করা M61 গ্যাস মাস্ক। এছাড়াও নোকিয়া পেশাদার মোবাইল রেডিও, টেলিফোন সুইচ, ক্যাপাসিটর এবং কেমিকেল উৎপাদন করত।

১৯৬০-এর দশকে ফিনল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তির পর, নোকিয়া সোভিয়েত বাজারে প্রবেশ করে। স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ থেকে শুরু করে রোবোটিক্স পর্যন্ত বিভিন্ন প্রযুক্তিপণ্যে বাণিজ্য বিস্তার করে। ১৯৭০-এর দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন নোকিয়ার জন্য একটি প্রধান বাজারে পরিণত হয় এবং কোম্পানিটি উল্লেখযোগ্য লাভ অর্জন করে। তবে ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্র সরকার উচ্চপ্রযুক্তি পণ্যের, যেমন ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, সোভিয়েত ইউনিয়নে রপ্তানি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ফলে ১৯৮৭ সালে ফিনল্যান্ড Coordinating Committee for Multilateral Export Controls (CoCom)-এ যোগ দেয়, যা ঠান্ডা যুদ্ধকালে ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

১৯৭৭ সালে কারি কাইরামো নোকিয়ার সিইও হন এবং কোম্পানির ব্যবসায়িক রূপান্তর শুরু করেন। এ সময় ফিনল্যান্ডকে কেউ কেউ "নর্ডিক জাপান" বলেও আখ্যা দেন। তাঁর নেতৃত্বে নোকিয়া বিভিন্ন কোম্পানি অধিগ্রহণ করে, যেমন ১৯৮৪ সালে টেলিভিশন নির্মাতা Salora, ১৯৮৫ সালে সুইডিশ ইলেকট্রনিক্স ও কম্পিউটার নির্মাতা Luxor AB, এবং ১৯৮৭ সালে ফরাসি টেলিভিশন নির্মাতা Oceanic। এতে নোকিয়া ইউরোপের তৃতীয় বৃহত্তম টেলিভিশন নির্মাতা হয়ে ওঠে (Philips এবং Thomson-এর পর)। টেলিভিশন ব্যবসা বন্ধ হওয়া পর্যন্ত (১৯৯৬ সাল) এসব ব্র্যান্ড ব্যবহৃত হতো।

১৯৮৭ সালে নোকিয়া Schaub-Lorenz অধিগ্রহণ করে, যা ছিল জার্মানির Standard Elektrik Lorenz (SEL)-এর কনজিউমার অপারেশনস, এবং এতে অন্তর্ভুক্ত ছিল "Schaub-Lorenz" ও "Graetz" ব্র্যান্ড। এই প্রতিষ্ঠানটি মূলত আমেরিকান কনগ্লোমারেট ITT-এর একটি অংশ ছিল। অধিগ্রহণের পর পণ্যসমূহ “ITT Nokia” নামে বাজারজাত করা হয়।

১৯৮৭ সালে হেলসিঙ্কিতে ৪৪ বছর পর Kaapelitehdas তাদের কেবল উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়, যার ফলে প্রতিষ্ঠানটি কার্যত বন্ধ হয়ে যায়।

১৯৮৮ সালের ১ এপ্রিল, নোকিয়া সুইডিশ কোম্পানি Ericsson-এর Information Systems বিভাগ অধিগ্রহণ করে। এটি মূলত Datasaab নামে পরিচিত ছিল, যা সুইডিশ বিমান ও গাড়ি নির্মাতা Saab দ্বারা প্রতিষ্ঠিত কম্পিউটার ডিভিশন। Ericsson Information Systems উৎপাদন করত Alfaskop টার্মিনাল, টাইপরাইটার, মিনি-কম্পিউটার এবং IBM সামঞ্জস্যপূর্ণ পিসি। এই অধিগ্রহণ নোকিয়ার বিদ্যমান MikroMikko পিসি লাইনকে একত্রিত করে তৈরি করে Nokia Data

হেলসিঙ্কির একটি জাদুঘরে প্রদর্শিত মোবিরা ফোনসমূহের মধ্যে, Mobira Senator (বাঁ থেকে প্রথমটি) ছিল NMT নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রথম ফোনগুলোর একটি। এটি প্রায় ৯.৮ কেজি (২২ পাউন্ড) ওজনের ছিল।

নোকিয়া Mobira নামক মোবাইল রেডিও টেলিফোন প্রস্তুতকারী কোম্পানিও অধিগ্রহণ করে, যা ১৯৭৯ সালে Salora Oy-এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮১ সালে Mobira Nordic Mobile Telephone (NMT) সার্ভিস চালু করে, যা ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক সেলুলার নেটওয়ার্ক এবং প্রথম আন্তর্জাতিক রোমিং সুবিধা প্রদানকারী সিস্টেম। ১৯৮২ সালে Mobira Mobira Senator কার ফোন চালু করে, যা ছিল নোকিয়ার প্রথম মোবাইল ফোন। সেই সময় কোম্পানির বোর্ড মোবাইল ফোন তৈরিকে জেমস বন্ডের গ্যাজেটের মতো দুর্লভ এবং ভবিষ্যতধর্মী কিছু মনে করত।

Remove ads

নোকিয়া মোবাইল মডেলসমূহ

আরও তথ্য মডেল (বাংলা নাম), ইংরেজি নাম ...
Remove ads

ওভি

পরিবেশে প্রভাব

২০০৫ সাল থেকে নোকিয়ার প্রস্তুতকৃত সকল হ্যান্ডসেট বিষাক্ত পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) মুক্ত। [] ২০১০ সাল থেকে নোকিয়ার প্রস্তুতকৃত সকল হ্যান্ডসেট ব্রোমিনের যৌগ এবং অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড থেকে মুক্ত। [] নোকিয়া ৮৪টি দেশের ৫০০০টি স্থান থেকে পরিত্যক্ত মোবাইল ফোন সংগ্রহ করে। নোকিয়ার প্রায় সকল নতুন হ্যান্ডসেট এনার্জি স্টারের প্রয়োজনীয় শর্ত পূরণ করে। []

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads