শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

নবীনগর

বাংলাদেশের মানব বসতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

নবীনগরmap
Remove ads

নবীনগর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি নবীনগর উপজেলার সদর। শহরটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ষষ্ঠ বৃহত্তম ও নবীনগর উপজেলার বৃহত্তম এবং প্রধান শহরাঞ্চল। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর । বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে ২০৯.৪ কি.মি.[] এবং জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া থেকে ২২.৭ কি.মি.[] দূরত্বে নবীনগর শহর অবস্থিত ।

দ্রুত তথ্য নবীনগর, দেশ ...
Remove ads

জনসংখ্যা

নবীনগর শহরের মোট জনসংখ্যা ৫৩,১৫৭ জন যার মধ্যে ২৫,৩৪৩ জন পুরুষ এবং ২৭,৮১৪ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯২। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ১০৫৩৯ টি।[]

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩.৮৮৮২০৯৮° উত্তর ৯০.৯৬০৫৬৩৭° পূর্ব / 23.8882098; 90.9605637। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১০.৬৩ মিটার[]

প্রশাসন

১৯৯৯ সালে নবীনগর শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে নবীনগর পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ১৮টি মহল্লায় বিভক্ত । ১৪.১৪ বর্গ কি.মি. আয়তনের নবীনগর শহর এলাকাটি নবীনগর পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

নবীনগর শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৫১.২ ভাগ।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads