শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নবীন-উল-হক
ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নবীন-উল-হক মুরিদ (পশতু: نوین الحق; জন্ম ২৩ সেপ্টেম্বর ১৯৯৯) একজন আফগান ক্রিকেটার। ২০১৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান ক্রিকেট দলের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।[১]
Remove ads
ঘরোয়া এবং টি২০ ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার
নবীন ২০১৮ সালের ৭ মার্চ আহমদ শাহ আবদালি ৪-দিনের প্রতিযোগিতায় কাবুল অঞ্চলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন।[২]
২০১৮ সালের সেপ্টেম্বরে, আফগানিস্তান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতার প্রথম সংস্করণে নবীনকে নাঙ্গারহারের স্কোয়াডে রাখা হয়েছিল।[৩] নভেম্বর ২০১৯ সালে, তিনি ২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট থান্ডারের হয়ে খেলার জন্য নির্বাচিত হন।[৪] জুলাই ২০২০ সালে, তাকে ২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য গায়ানা আমাজন ওয়ারিয়র্স স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল।[৫][৬] ২০২০ সালের অক্টোবরে, তাকে লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের জন্য ক্যান্ডি টাস্কার্স দ্বারা খসড়া করা হয়েছিল।[৭]
২০২১ সালের ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডে ২০২১ টি২০ ব্লাস্ট টুর্নামেন্টের আগে নবীনকে লেস্টারশায়ার ফক্সস দ্বারা সাক্ষর করানো হয়েছিল।[৮] ২০২১ সালের অক্টোবরে, ইংল্যান্ডে ২০২২ গ্রীষ্মের জন্য তিনি লিসেস্টারশায়ার হতে পদত্যাগ করেছিলেন।[৯] জুন ২০২২ সালে, ওরচেস্টারশায়ার র্যাপিডসের বিপক্ষে টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচে, তিনি তার চার ওভারে ৫/১১ দিয়ে টি২০ ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১০] পরের মাসে, তিনি লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণের জন্য কলম্বো স্টারস দ্বারা চুক্তিবদ্ধ হন।[১১] ২০২২ সালের ডিসেম্বরে, ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে লখনউ সুপার জায়ান্টস তাকে কিনেছিল।
Remove ads
আন্তর্জাতিক ক্যারিয়ার
নবীনের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) আফগানিস্তানের হয়ে ২৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়।[১২] তার ওডিআই অভিষেকের আগে, তিনি ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দলের অংশ ছিলেন।[১৩] ২০১৬ সালের ডিসেম্বরে, তিনি ২০১৬ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন।[১৪]
নবীন ২০১৭ ডেজার্ট টুয়েন্টি২০ চ্যালেঞ্জে ১৯ জানুয়ারী ২০১৭-এ নামিবিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের হয়ে টুয়েন্টি২০ (টি২০) ক্রিকেটে অভিষেক করেন।[১৫]
২০১৭ সালের ডিসেম্বরে, নবীনকে ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য আফগানিস্তানের স্কোয়াডের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছিল।[১৬]
আগস্ট ২০১৯-এ, নবীনকে ২০১৯-২০ বাংলাদেশ ত্রি-দেশীয় সিরিজের জন্য আফগানিস্তানের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল।[১৭][১৮] ২১শে সেপ্টেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের হয়ে তার টুয়েন্টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়।[১৯] ২০২১ সালের সেপ্টেম্বরে, তাকে ২০২১ আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপের জন্য আফগানিস্তানের স্কোয়াডে রাখা হয়েছিল। [২০]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads