শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নাজিবুল্লাহ জাদরান
আফগান ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নাজিবুল্লাহ জাদরান (পশতু: نجیب الله ځدراڼ; জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৯৩) হলেন একজন আফগান ক্রিকেটার। জাদরান হলেন বাহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক বোলার হিসেবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল-এর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন। এছাড়াও তিনি আফগান চিতাস দলের হয়ে খেলছেন।
Remove ads
খেলোয়াড়ী জীবন
জাদরান ২০১১ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন।[১] জাদরান রাওয়ালপিন্ডিতে রামসের বিরুদ্ধে ফয়সাল ব্যাংক টুয়েন্টি-২০ কাপে আফগান চিতাস দলের হয়ে তার টুয়্টেি-২০ ক্রিকেটে আত্মপ্রকাশ হয়। এছাড়াও তিনি ফয়সালাবাদ উডস ও মুলতান টাইগার্স দলের বিরুদ্ধে আরও দুটি ম্যাচ খেলেন।[২] তিনি ৫১ রানে অপরাজিত একটি সর্ব্বোচ্চ ইনিংস খেলেন যাতে ২৯,০০ গড়ে তিন ইনিংসে ৫৮ রান করেন।[৩] তিনি রাওয়ালপিন্ডি র্যামসের বিরুদ্ধে সোহেল তানভিরকে আউট করে প্রথম উইকেট লাভ করেন।[৪]
Remove ads
আন্তর্জাতিক পুরস্কারসমূহ
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট
ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার
টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট
ম্যাচ অব দ্যা ম্যাচ পুরস্কার
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads