শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নারায়ণহাট ইউনিয়ন
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নারায়ণহাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
Remove ads
আয়তন
নারায়ণহাট ইউনিয়নের আয়তন ১৪,৮০০ একর (৫৯.৯০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নারায়ণহাট ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৭৬৩ জন। এর মধ্যে পুরুষ ১৬,৩৪৭ জন এবং মহিলা ১৭,৪১৬ জন। মোট পরিবার ৬,৭৬২টি।[১]
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার উত্তর-মধ্যাংশে নারায়ণহাট ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে দাঁতমারা ইউনিয়ন, পশ্চিমে বাগানবাজার ইউনিয়ন, দক্ষিণে ভূজপুর ইউনিয়ন এবং পূর্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
নারায়ণহাট ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ১২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- উত্তর সুন্দরপুর
- হাপানিয়া
- পিলখানা
- জুজখোলা
- লট ৪৪ নেপচুন
- চাঁন্দপুর
- বিনিমিজিরখীল
- ঘড়াভাঙ্গা
- শৈলকোপা
- ধামারখীল
- বাদুরখীল
- ইদিলপুর
- লট ১৭ ইদিলপুর
- শ্বেতছড়া
- শ্বেতছড়া নতুন পাড়া
- কুমারী
Remove ads
ইতিহাস
ব্রিটিশ আমলে আনুমানিক ১৯৩৭ সালে প্রথম চট্টগ্রাম মহকুমার অধীন বর্তমান নারায়ণহাট ইউনিয়ন ও দাঁতমারা ইউনিয়ন এ দুটি ইউনিয়ন নিয়ে নারায়ণহাট ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলা হতো গ্রাম প্রেসিডেন্ট। ১৯৩৭ সালে এই ইউনিয়নের প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন মরহুম নাদেরুজ্জামান চৌধুরী। এরপর যথাক্রমে মকবুল আলী সিকদার, বাবু নিবারণ নন্দী, ছালে আহাম্মদ চৌধুরী, বদিউল আলম চৌধুরী গ্রাম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তান আমলে ১৯৬০ সালে প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মীর বদরজ্জামান সওদাগর। তিনি এই ইউনিয়নের প্রভূত উন্নতি সাধন করেন। তাঁর পর হাবিবুর রহমান সিকদার এই ইউনিয়নের প্রায় ২৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অত্র ইউনিয়নের একজন প্রভাবশালী চেয়ারম্যান ছিলেন। তাঁর পর যথাক্রমে বাবু মনিন্দ্র লাল দে, একরামুল ইসলাম চৌধুরী তৈফুর, মোহাম্মদ ইব্রাহিম, আবু জাফর মাহমুদ এই ইউনিয়নের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। বর্তমানে হারুনুর রশীদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।[৩]
Remove ads
শিক্ষা ব্যবস্থা
সারাংশ
প্রসঙ্গ
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নারায়ণহাট ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫.২%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- মাদ্রাসা[৪]
- শ্বেতছড়া হেদায়তুল ইসলাম মাদ্রাসা
- পশ্চিম চান্দপুর মাইজ কান্দি বায়তুল আমান দাখিল মাদরাসা।
- নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা
- নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- নারায়ণহাট উচ্চ বিদ্যালয়
- নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়
- নারায়ণহাট বালিকা উচ্চ বিদ্যালয়
- মির্জারহাট উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- শ্বেতছড়া সরকারি প্রথমিক বিদ্যালয়
- ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়
- ঘড়াভাঙ্গী ফ হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাঁন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়
- জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যলয়
- ধামারখীল সরকারি প্রাথমিক বিদ্যলয়
- নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নেপচুন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
- পঞ্চবটি এ কাশেম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
- পশ্চিম ইদিলপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
- পশ্চিম চাঁন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়
- পশ্চিম শৈলকোপা সরকারি প্রাথমিক বিদ্যলয়
- পূর্ব শৈলকোপা সরকারি প্রাথমিক বিদ্যলয়
- মহানগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
- মোমেনা খাতুন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
- রশিদা খাতুন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
- হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়
Remove ads
যোগাযোগ ব্যবস্থা
নারায়ণহাট ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল নাজিরহাট-বাগানবাজার সড়ক, মীরসরাই-(শ্বেতছড়া) নারায়ণহাট সড়ক এবং ফটিকছড়ি-বাগানবাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
নারায়ণহাট ইউনিয়নে ২২টি মসজিদ[৬], ৩টি ঈদগাহ[৭] ও ১১টি মন্দির[৮] রয়েছে।
খাল ও নদী
নারায়ণহাট ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের অন্যান্য খালগুলো হল গজারিয়া খাল, বালুখালী খাল এবং বারমাসিয়া খাল।[৯] শ্বেতছড়া লোদিয়া খাল
হাট-বাজার
নারায়ণহাট ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল নারায়ণহাট, মির্জারহাট, বাউদ্দারপাড় বাজার, শ্বেতছড়া বাজার, ধামারখীল বাজার এবং নেপচুন বাগান বাজার।[১০]
দর্শনীয় স্থান
- শ্বেতছড়া গ্রিণ সাজেক
- হালদা ভ্যালী চা বাগান
- [১১]
- নেপচুন চা বাগান
- সুন্দর শাহ রহঃ ছিলা
- হালদা খাল
- সেমুতাং গ্যাস ফিল্ড
- কুলালপাড়া মৃৎশিল্প
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
নারায়ণহাট ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১২]
- জামাল নজরুল ইসলাম – পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ।
- মুহাম্মদ দেলোয়ার হোসাইন কাদেরী। (ইসলামি বক্তা)
- অন্তর নন্দী – একজন উদ্যমী সফটওয়্যার ডেভেলপার ও উদ্যোক্তা
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ হারুনুর রশিদ[১৩]
- চেয়ারম্যানগণের তালিকা[১৪]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads