শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নিনটেন্ডো
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নিনটেনডো কর্পোরেশন লিমিটেড (任天堂株式会社 Nintendō Kabushiki gaisha) (TYO: 7974) একটি জাপানি বহুজাতিক কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি, এর প্রধান কার্যালয় কিয়োটো, জাপান এ। নিনটেনডো বিশ্বের বৃহত্তম ভিডিও গেম কোম্পানি (আয় এর উপর ভিত্তি করে)।[৩] ফুসিজো ইয়ামাকি, সেপ্টেম্বর ২৩, ১৮৮৯ সালে এটি প্রতিষ্ঠা করে।[১] বিভিন্ন ব্যবসা এর সাথে জড়িত হওয়ার পর ১৯৭৭ সালে নিনটেন্ডো হতে বাজারে মুক্তি পায় তাদের প্রথম কনসোল, কালার টিভি-গেম। ১৯৮১ সালে নিনটেন্ডো আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে ডঙ্কি কং গেম প্রকাশের মাধ্যমে। এ খ্যাতি আরো বৃদ্ধি পায় ১৯৮৫ সালে মুক্তি পাওয়া নিনটেন্ড এন্টারটেইনমেন্ট সিস্টেম ও সুপার মারিও ব্রোস. দ্বারা।
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নিনটেন্ডো এর। একে একে তারা প্রকাশ করে গেম বয়, গেম বয় কালার, গেম বয় এডভান্সড, সুপার নিনটেন্ডো এন্টারটেইনমেন্ট সিস্টেম, নিনটেন্ডো ডিএস, উইই, উইই ইউ, নিনটেন্ডো সুইচ এর মতো জনপ্রিয় সব গেমিং কনসোল। ফলে তৈরি হয় বিখ্যাত কিছু গেম ফ্রেঞ্চাইজ। যেমন- মারিও, ডঙ্কি কং, দ্য লেজেন্ড অব জেলডা, মেট্রয়েড, ফায়ার এম্বলেম, কারবি, পোকেমন, সুপার স্ম্যাশ ব্রোস., অ্যানিমেল ক্রসিং, জেনোব্লেড ইত্যাদি।
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads