শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নুসরাত জাহান
ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নুসরাত জাহান (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৯০) একজন ভারতীয় অভিনেত্রী, মডেল ও রাজনীতিবিদ। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে কাজ করেন।[১][২][৩] ২০১৯ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত হন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন।[৪][৫][৬][৭] ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত শত্রু চলচ্চিত্রে নায়ক জিতের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন।[৮]
Remove ads
প্রাথমিক জীবন ও শিক্ষা
নুসরাত জাহান ১৯৯০ সালের ৮ই জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার মা-ও একজন অভিনেত্রী ছিলেন।[৯] তিনি 'কুইন অব দ্য মিশন স্কুল'-এ স্কুলজীবন সমাপ্ত করেন এবং 'ভবানীপুর কলেজ, কলকাতা' হতে বি কম ডিগ্রি লাভ করেন।[১০]
অভিনয় জীবন
২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হন। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিং-এ সুযোগ পান। এরপর তিনি জিতে্র বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে পশ্চিম বাংলায় সুপরিচিত হন। এর প্রায় দুই বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজিব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় চলচ্চিত্র খোকা ৪২০। এই চলচ্চিত্রটি অত্যধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি ছবিটি। তিনটি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করে।
Remove ads
রাজনৈতিক পেশা
২০১৯ সালের ১২ মার্চ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস দলের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে নুসরাত জাহান বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালের আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।[১১][১২] তিনি বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে ৩৫০,০০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন ।[১৩]
ব্যক্তিগত জীবন
২০১৯ সালের ১৯ জুন তুরস্কে নুসরাত জাহানের সাথে ব্যবসায়ী নিখিল জৈনের একটি বিস্তৃত বিবাহ অনুষ্ঠান হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার অভিনেত্রী বন্ধু এবং সহ- সাংসদ মিমি চক্রবর্তী, অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।[১৪][১৫][১৬] নুসরাত পরে দাবি করেছেন যে বিয়েটি বৈধ ছিল না এবং "এটি লিভ-ইন সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না"।[১৭][১৮] পরে কলকাতার একটি আদালত রায় দেয় যে জাহান ও জৈনের বিয়ে আইনত অবৈধ।[১৯]
নুসরাত জাহান অভিনেতা যশ দাশগুপ্তের সাথে তার সম্পর্ক শুরু করেছিলেন কিন্তু তাদের বৈবাহিক অবস্থা ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত অজানা থেকে যায়।[১৯] ২০২১ সালের আগস্টে, তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে একটি ছেলের জন্ম দেন।[২০] জানা গেছে, সন্তানের জন্ম সনদে পিতা হিসেবে নাম দাশগুপ্ত।[২১]
Remove ads
অভিনীত চলচ্চিত্র
মহালয়া
Remove ads
সঙ্গীত ভিডিও
পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads