শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পত্রপুট

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

পত্রপুট রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[][][] এটি বাংলা ২৫ বৈশাখ, ১৩৪৩ (১৯৩৬ খ্রীস্টাব্দে) প্রকাশিত হয়।[][][][] এতে সর্বমোট আঠারোটি কবিতা রয়েছে।[] পত্রপুট রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্ত্যপর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[]

দ্রুত তথ্য লেখক, প্রকাশনার স্থান ...
Remove ads

উৎসর্গীকরণ

রবীন্দ্রনাথ গ্রন্থটি শ্রীমান কৃৃৃষ্ণ কৃৃপালানি ও শ্রীমতী নন্দিতাকে তাঁদের শুভ পরিণয় উপলক্ষ্যে উৎসর্গ করেন।[]

কবিতার তালিকা

"পুত্রপুট" কাব্যের অন্তর্গত কবিতাগুলো হল[]

  1. জীবনে নানা সুখদুঃখের এলোমেলো ভিড়ের মধ্যে
  2. আমার ছুটি চার দিকে ধু ধু করছে
  3. আজ আমার প্রণতি গ্রহণ করো, পৃথিবী
  4. একদিন আষাঢ়ে নামল
  5. সন্ধ্যা এল চুল এলিয়ে
  6. অতিথিবৎসল, ডেকে নাও পথের পথিককে
  7. চোখ ঘুমে ভোরে আসে
  8. আমাকে এনে দিল এই বুনো চারাগাছটি
  9. হেঁকে উঠল ঝড়
  10. এই দেহখানা বহন করে আসছে দীর্ঘকাল
  11. ফাল্গুনের বঙিন আবেশ
  12. বসেছি অপরাহ্নে পারের খেয়াঘাটে
  13. হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট
  14. গো তরুণী
  15. ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত
  16. উদ্ভ্রান্ত সেই আদিম যুগে
  17. যুদ্ধের দামামা উঠল বেজে
  18. কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি।
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads