শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পশ্চিম ত্রিপুরা জেলা

ত্রিপুরার একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পশ্চিম ত্রিপুরা জেলা
Remove ads

পশ্চিম ত্রিপুরা (ইংরেজি: West Tripura district), ভারতের ত্রিপুরার রাজ্য প্রশাসনিক জেলা। এই জেলার সদর দপ্তর আগরতলা । এটি ২০১১ সালে, ত্রিপুরা জেলার সবচেয়ে জনবহুল এলাকা পরিণত হয়েছে। ১৯৭০ সালে এটি জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে।

দ্রুত তথ্য পশ্চিম ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা জেলা, রাজ্য ...
Remove ads

ভূগোলিক অবস্থা

পশ্চিম ত্রিপুরা জেলা ২৯৯৭ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।

আবহাওয়া

দ্রুত তথ্য আগরতলা, জলবায়ু লেখচিত্র ...
Remove ads

বিভাগ

পশ্চিম ত্রিপুরা জেলা ৫টি মহকুমায় বিভক্ত করা হয়েছে। সেগুলি হল --


পশ্চিম ত্রিপুরা জেলায় ৯টি ব্লক রয়েছে:

  • মোহনপুর
  • জিরানিয়া
  • হেজামারা
  • লেফুঙ্গা
  • বামুটিয়া
  • পুরাতন আগরতলা
  • মান্দাই
  • বেলবাড়ি
  • ডুকলি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads