শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পাকিস্তানের ধর্মবিশ্বাস

পাকিস্তানের ধর্মসমূহ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পাকিস্তানের ধর্মবিশ্বাস
Remove ads

পাকিস্তানের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, রাষ্ট্রটির ৯৬ শতাংশ মানুষই মুসলিম। পাকিস্তান রাষ্ট্রটির সংবিধানে ধর্ম পালনের স্বাধীনতার ব্যাপারে বলা আছে, মৌলিক অধিকার হিসেবে পাকিস্তানের সব মানুষ তাদের স্ব-স্ব ধর্ম পালন করার অধিকার রাখে।[][][][][] পাকিস্তান রাষ্ট্রটির সংখ্যালঘু ধর্মাবলম্বীদের মধ্যে হিন্দু, খ্রিষ্টান এবং শিখরা রয়েছে।[][]

পাকিস্তানে ধর্ম[]
  1. ইসলাম (রাষ্ট্র ধর্ম) 96.28 (৯৬.৩%)
  2. হিন্দু 1.85 (১.৮৫%)
  3. খ্রিষ্টান 1.59 (১.৫৯%)
  4. আহমাদী মুসলিম 0.22 (০.২২%)
  5. অন্যান্য 0.07 (০.০৭%)
Thumb
লাহোর এর বাদশাহী মসজিদ, মোঘল সাম্রাজ্য-এর তৈরি করা

পাকিস্তান মূলত একটি সুন্নী মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, দেশটির মুসলিমদের ৫ থেকে ১৫ শতাংশ মানুষ শিয়া। পাকিস্তানের প্রায় সব সুন্নী মুসলিমরা হানাফি মতাবলম্বী। অপরদিকে শিয়ারা ইতানাআশিরিয়া এর অনুসারী এবং অনেকেই আছেন ইসমাইল, নিজারী, আগা খান, মুসতালি, দাউদ বোহরা এবং সোলেমানের মতবাদী অনুসারী।

পাকিস্তানের যেসব মানুষ ধর্মীয়ভাবে সংখ্যালঘু তারা কোনো কোনো ক্ষেত্রে সমাজে অনেক সমস্যায় পড়েন উগ্রবাদীদের কারণে; যদিও তারা আইনী অধিকার পান - রাষ্ট্র তাদের আইনী অধিকারের নিশ্চয়তা দেয়। অনেকেই বলে থাকেন যে ১৯৪৭ সালের পাকিস্তানের স্বাধীনতার পর থেকে নাকি দেশটিতে মুসলিম বাদে অন্যান্য মানুষদের সংখ্যা কমা শুরু করেছে এবং ১৯৪৭ সালে ভারতে পাকিস্তান ভূখণ্ডে বসবাসরত বহু শিখ, হিন্দু ভারতে পাড়ি জমান আর অন্য দিকে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেলে পাকিস্তান তার একটি বড়ো হিন্দু জনসংখ্যা হারায়। ১৯৯৮ সালে পাকিস্তানে বিশ লাখের মতো হিন্দু মানুষের পরিসংখ্যান পাওয়া গিয়েছিলো।

Remove ads

সাংবিধানিক বিধি

পাকিস্তান দেশটি তার সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখলেও অন্যান্য ধর্মকে সমান গুরুত্বের সঙ্গে রেখেছে।[]

দেশটির এরকম সাংবিধানিক বিধি রয়েছে যে কোনো অমুসলিম দেশটির প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে আসীন হতে পারবেনা। পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতে শুধু মুসলিম মানুষেরাই বিচারক হবার সুযোগ পান কিন্তু অন্যান্য আদালতে অমুসলিমদের বিচারক হিসেবে যোগদান করার সুযোগ আছে।

Remove ads

পাকিস্তানের ধর্মের পরিসংখ্যান

সারাংশ
প্রসঙ্গ

২০১২ সালের এক হিসেব অনুযায়ী ৫৯ লাখ পাকিস্তানি অমুসলিম মানুষের জাতীয় পরিচয়পত্র ছিলো (১৮ বছরের উপরে মানুষদের)। ঐ বছরের হিসাব অনুযায়ী হিন্দু পুরুষদের সংখ্যা ছিলো ৭,৬৯,৬৪৭ জন এবং হিন্দু নারীদের সংখ্যা ছিলো ৬,৪৪,৮৮০ জন।

মুসলিম

পাকিস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং রাষ্ট্রটির ৯৫ শতাংশ মানুষ এই ধর্মের অনুসারী।[] এই মুসলিমগুলোর ৭৫ থেকে ৯৫ শতাংশ সুন্নী এবং ৫ থেকে ২০ শতাংশ শিয়া।

হিন্দু

Thumb
করাচী শহরের শ্রী স্বামীনারায়ণ মন্দির

পাকিস্তানে হিন্দু ধর্ম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ধর্ম যদিও এটা দেশটিতে সংখ্যালঘু ধর্ম হিসেবে বিবেচিত কিন্তু দ্বিতীয় বৃহত্তম হিসেবেও বিবেচিত কারণ ইসলাম ধর্মাবলম্বী যারা সংখ্যাগরিষ্ঠ তাদের পরেই হিন্দু মানুষদের অবস্থান; ১৯৯৮ সালের একটি পরিসংখ্যান এমনটাই বলে যে পাকিস্তানে হিন্দুরা দ্বিতীয় বৃহত্তম ধর্মাবলম্বীদের তালিকায় পড়ে।[১০] ২০১০ সালের হিসেব অনুযায়ী পাকিস্তানে বিশ্বের পঞ্চম বৃহত্তম হিন্দু জনগোষ্ঠী ছিলো এবং ধারণা করা হয় যে ২০৫০ সাল নাগাদ পাকিস্তানের হিন্দু জনগণ পৃথিবীর চতুর্থ বৃহত্তম হিন্দু জনগোষ্ঠীতে রূপান্তরিত হবে।[১১] ১৯৯৮ সালের জনসংখ্যা গণনা হিসেব অনুযায়ী মোট হিন্দু মানুষ ছিলো ২,১১১,২৭১ (একুশ লাখ এগারো হাজার দুই শত একাত্তর) জন। হিন্দু মানুষ পাকিস্তান প্রায় সব প্রদেশেই কম বেশি রয়েছে কিন্তু সিন্ধু প্রদেশেই তাদের সংখ্যা বেশি দেখা গিয়েছে, প্রদেশটিতে সমগ্র পাকিস্তানের হিন্দু জনগণের ৯৩ শতাংশ মানুষ রয়েছে; এছাড়াও পাঞ্জাব প্রদেশে আছে ৫ শতাংশ এবং বেলুচিস্তানে ২ শতাংশ।[১২] পাকিস্তান হিন্দু পরিষদ নামের একটি সংস্থা আছে যেটি পাকিস্তানি হিন্দুদের রাষ্ট্রীয় এবং সামাজিক অধিকার নিয়ে কাজ করে।

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads