শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
পাঞ্জাবি ভাষা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
পাঞ্জাবী বা পঞ্জাবী (/pʌnˈdʒɑːbi/;[১] শাহমুখী: پنجابی; গুরুমুখী: ਪੰਜਾਬੀ,[২]) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো-আর্য শাখার একটি ভাষা। এটি ভারতের পাঞ্জাব অঙ্গরাজ্যের প্রায় ৩ কোটি মানুষের মাতৃভাষা। পশ্চিম পাঞ্জাবি বা ল্যহেন্দা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রায় ৮ কোটি মানুষের মাতৃভাষা। এছাড়াও আফগানিস্তান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় পাঞ্জাবি ভাষার প্রচলন আছে। কানাডায় আড়াই লক্ষেরও বেশি লোক পাঞ্জাবি ভাষায় কথা বলেন; ফলে এটি কানাডার ৬ষ্ঠ বৃহত্তম ভাষা।
Remove ads
ইতিহাস
ব্যুৎপত্তি
পাঞ্জাবী (বা পাঞ্জাবি) শব্দটি ফার্সি শব্দ পাঞ্জ-আব থেকে উদ্ভূত হয়েছে যেটার মানে 'পাঁচ পানি', যা সিন্ধু নদের পূর্বভাগের পাঁচটি প্রধান শাখাকে নির্দেশ করে। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের নামকরণ তুর্কো-পার্সিয়ান বিজয়ীদের দ্বারা প্রবর্তিত হয়৷[৩] এ শব্দের সংস্কৃত সমগোত্রীয় শব্দ "পঞ্চনদ" যার অর্থ দাড়ায় পাঁচ নদীর ভূমি৷[৪][৫] পাঞ্জ এর সংস্কৃত সমগোত্রীয় শব্দ pañca (पञ्च), গ্রীক ভাষার pénte (πέντε) এবং বাল্টিক ভাষার Penki, যে সবের অর্থ হল 'পাঁচ'; আব সমগোত্রীয় শব্দ সংস্কৃত áp (अप्) যেটার অর্থ পানি৷
ঐতিহাসিক পাঞ্জাব, বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে ভৌগোলিক ভাগে বিভক্ত, এবং পাঁচটি নদী দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। পাঁচটির একটি, বিয়াস নদী, অন্যটি সতলেজ।
Remove ads
উপভাষা
স্বীকৃতি
পূর্ব পাঞ্জাবি ভাষা ভারতের ২২টি সরকারী ভাষার একটি। ভারতের পাঞ্জাব অঙ্গরাজ্যে প্রাত্যহিক যোগাযোগ, শিক্ষা, প্রশাসন, ব্যবসা, ও গণমাধ্যমে এই ভাষা ব্যবহৃত হয়।
পাকিস্তানে পশ্চিম পাঞ্জাবি ভাষাটির কোনও সরকারি স্বীকৃতি নেই। এখানকার পাঞ্জাবি বক্তারা মূলত ইংরেজি ও উর্দুতে প্রশাসন, শিক্ষা, গণমাধ্যমের কাজগুলি সম্পাদন করেন।
পাঞ্জাবি ভাষা শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাষা।
লিখন পদ্ধতি
আরো দেখুন
- সিন্ধি ভাষা
- বেলুচি ভাষা
- ভারতের ভাষাসমূহ
- পাকিস্তানের ভাষাসমূহ
- ভারতের সরকারি ভাষাসমূহ
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads