শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পানিচক্র

জলচক্র হলো জলরাশির বিভিন্ন গঠনের একটি চক্রাকার আবর্তন। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পানিচক্র
Remove ads

জলচক্র, যা হাইড্রোলজিক চক্র, হাইড্রোলজিক্যাল চক্র, H2O চক্র বা পানিচক্র নামেও পরিচিত, এটি একটি জৈব-ভূ-রাসায়নিক চক্র যা পৃথিবীর পৃষ্ঠের উপরে এবং নীচে জলের ক্রমাগত গতিবিধি বর্ণনা করে।

Thumb
পানিচক্র
Thumb
জলচক্র
পানি চক্র.

জলচক্র বা পানিচক্র হল প্রাকৃতিক প্রভাবে ক্রমাগত রূপান্তরের মাধ্যমে জলের চক্রাকারে তথা ক্রমাগত সঞ্চারণশীলতা। এই জলচক্রের জন্যেই পৃথিবীতে জলের সামঞ্জস্য ব্যাহত হয় না।[]

পানিচক্রের সাথে শক্তি বিনিময় জড়িত, যা তাপমাত্রা পরিবর্তনে ভূমিকা রাখে। পানি বাষ্পীভূত হওয়ার সাথে চারপাশ শীতল করে। একই ভাবে জলীয়বাষ্পের ঘনত্ব বাড়লে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। পানিচক্র সংঘটিত করে সৌর শক্তি। পৃথিবীতে বাষ্পীভূত হওয়া পানির ৮৬ শতাংশই সমুদ্রের পানি, যা পৃথিবীর তাপমাত্রা শীতল রাখতে অবদান রাখে।[]

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads