শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পায়ুলেহন

যৌন উত্তেজনা বাড়াতে পায়ুপথ লেহন করা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পায়ুলেহন
Remove ads

পায়ুলেহন বা পায়ুমুখমৈথুন হচ্ছে কারো পায়ুপথে মুখ সংযোগপূবক চুম্বন, চোষণ বা লেহন। এটি এক প্রকার কর্ম যাতে পুরুষাঙ্গ বা যোনীর সংশ্লিষ্টতা নেই। এক কর্মে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির মলদ্বার লেহন বা চোষণ করে যৌন কামনা চরিতার্থ করে। এরূপ পায়ু-মুখ কর্ম মূলতঃ শৃঙ্গারমূলক কর্ম। বাৎসায়নের কামসূত্রে মুখমেহন এর বর্ণনা থাকলেও কামজ কর্ম হিসাবে পায়ুলেহনের বর্ণনা নেই। পায়ু লেহন বা চোষণ একজনের পায়ু ও অন্যজনের জিহবার বা মুখের সঙ্গম। যার পায়ু লেহন করা হচ্ছে তাকে সুখ প্রদানই পায়ুলেহনের উদ্দেশ্য। তবে এই কর্মের মাধ্যমে মুখপ্রদানকারীও যৌনসুখ লাভ করতে পারে।

Thumb
দুই নারীর মধ্যে পায়ুলেহন
Thumb
নারী-পুরুষের মধ্যে পায়ুলেহন
Remove ads

শব্দের উৎপত্তি

পায়ুলেহন শব্দটি ইংরেজি এ্যানালিঙ্গাস (ইং:Anulingus) এর বাংলা প্রতিশব্দ। জার্মান মনঃরোগবিদ রিচার্ড ভন ক্রাফ্ট ইবিং কর্তৃক লিখিত এবং ১৮৮৬ সালে প্রকাশিত গ্রন্থ 'সাইকোপ্যাথিয়া সেক্সুয়ালিস'-এ সর্বপ্রথম “এ্যানালিঙ্গাস” শব্দটির উল্লেখ পাওয়া যায়।[] ইংরেজী চলতি ভাষায় রিমিং শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া বাতকর্ম, পেটের অসুখ, পাইলস, মলদ্বারে রক্তপাত ইত্যাদি পায়ুলেহনকারীকে বিব্রতকর পরিস্থিতিতে ঠেলে দেয়।

Remove ads

চর্চা

সাধারণ

যে ব্যক্তি পায়ু-মুখমৈথুন করবেন তার আনন্দ নিতম্বের প্রতি আকর্ষণের উপর নির্ভর করে।[][] পায়ু এলাকায় প্রত্যেক মানুষেরই স্নায়বিক উত্তেজনা থাকে, সুতরাং যে ব্যক্তির পায়ু চোষা হবে তিনি তার সঙ্গীকে ভালবেসে থাকলে অনেক যৌনসুখ পাবেন। পায়ু-মুখমৈথুনের ক্ষেত্রে যার পায়ুতে মুখমৈথুন হয় তিনি নিষ্ক্রিয় সঙ্গী এবং যিনি মুখমৈথুন করবেন তিনি সক্রিয় সঙ্গী বলে গণ্য হবেন। প্রেম-ভালোবাসার একটি প্রকাশ হিসেবে এটি একটি মূল যৌনকর্ম বা পায়ুপথে শিশ্ন বা আঙ্গুল বা ডিলডো অনুপ্রবেশের আগে বা পরে বা মাঝখানে ব্যবহৃত হতে পারে। দুজন নারী বা দুজন পুরুষ বা দুজন বিষম লিঙ্গের মানুষ তাদের প্রেম বা ভালোবাসা পায়ু-মুখমৈথুনের মাধ্যমে প্রকাশ করবেন যদি তারা এটি পছন্দ করে থাকেন বা এর প্রতি আগ্রহবোধ বা কৌতূহলবশতও করতে পারেন।[][]

Remove ads

স্বাস্থ্যঝুঁকি

পায়ুপথ অসংখ্য ব্যাক্টেরিয়ার আবাসস্থল। তাই বিশেষ সর্তকতা অবলম্বন না করলে পায়ুলেহনের মাধ্যমে ব্যাক্টেরিয়ার সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়া যৌনরোগ থাকলে তা সহজে মুখ প্রদানকারীর শরীরে সংক্রমিত হবে। হার্পিস, পায়ুমুখ ওয়ার্ট (ইং: genital warts), সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস প্রভৃতি রোগ পায়ুলেহনের মাধ্যমে সহজে এক দেহ থেকে অন্য দেহে সংক্রমিত হয়।[]

পর্নোগ্রাফিতে পায়ুলেহন

পর্নোগ্রাফিতে নারী সমকামীদের মধ্যে লেসবিয়ান সেক্সের ক্ষেত্রে এই পায়ুলেহন দেখতে পাওয়া যায়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads