শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
পার্থ স্কর্চার্স
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
পার্থ স্কর্চার্স (ইংরেজি: Perth Scorchers) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থভিত্তিক ঘরোয়া টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অস্ট্রেলীয় ক্রিকেট দল।[১] দলটি বিগ ব্যাশ লীগে পার্থের প্রতিনিধিত্বকারী দল। ক্রিকেট খেলায় দলটি কমলা রঙের পোশাক পরিধান করে।[২]
এ পর্যন্ত দলটি চারটি বিবিএল ফাইনালে খেলার সুযোগ পায়। তন্মধ্যে তিনটিতেই স্বাগতিক ছিল। তৃতীয় ও চতুর্থ মৌসুমের প্রতিযোগিতায় তারা দুইবার শিরোপা জয় করে। ২০১১-১২ মৌসুমে সিডনি সিক্সার্স ও ২০১২-১৩ মৌসুমে ব্রিসবেন হিটের কাছে পরাজিত হলেও বিবিএল-৩ এ হোবার্ট হারিকেন্স ও বিবিএল-৪ এ সিডনি সিক্সার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
Remove ads
ইতিহাস
২০১৪ সালে সফলভাবে দলের শিরোপা জয়ে ভূমিকা রেখে সাইমন ক্যাটিচ দলের অধিনায়কত্ব থেকে অবসর নেন। এরপর এ্যাডাম ভোজেস স্কর্চার্সের অধিনায়কত্ব করছেন।
২০১১-১২ মৌসুমে মিকি আর্থার দলের কোচ ছিলেন। কিন্তু জাতীয় দলে কোচ হিসেবে মনোনীত হওয়ায় তাঁর সহকারী লাচলান স্টিভেন্স দল পরিচালনা করেন। এরপর নভেম্বর, ২০১২ সালে জাস্টিন ল্যাঙ্গার স্টিভেন্সের স্থলাভিষিক্ত হন।
দলীয় সদস্য
সারাংশ
প্রসঙ্গ
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ পরিধানকারী খেলোয়াড়দেরকে গাঢ় লেখায় দেখানো হয়েছে।
Remove ads
অর্জনসমূহ
ঘরোয়া প্রতিযোগিতা
- বিগ ব্যাশ লীগ:
- চ্যাম্পিয়ন (২): ২০১৩-১৪, ২০১৪-১৫
- রানার্স-আপ (২): ২০১১-১২, ২০১২-১৩
- মাইনর প্রিমিয়ার (১): ২০১১-১২
- ফাইনাল সিরিজে অংশগ্রহণ (৪): ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫
- চ্যাম্পিয়ন (২): ২০১৩-১৪, ২০১৪-১৫
আন্তর্জাতিক প্রতিযোগিতা
- চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০:
- চ্যাম্পিয়ন (০):
- রানার্স-আপ (০):
- অংশগ্রহণ (৪): ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫
- চ্যাম্পিয়ন (০):
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads