শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পীযুষ বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশী অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

পীযুষ বন্দ্যোপাধ্যায় একজন বাংলাদেশী অভিনেতা, নাট্যকার, আবৃত্তিকার ও সংগঠক।[] ১৯৮০-এর দশকের শুরুতে তিনি সকাল সন্ধ্যা নামক টিভি ধারাবাহিকে 'শাহেদ' চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তিনি বিটিভির মহাপরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্রুত তথ্য পীযুষ বন্দ্যোপাধ্যায়, জাতীয়তা ...
Remove ads

প্রাথমিক জীবন ও শিক্ষা

১৯৫০ সালের ২৩ সেপ্টেম্বর ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জের এসএম মডেল স্কুলে তার শিক্ষাজীবন শুরু করেন। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ পাস করেন।[]

কর্মজীবন

সারাংশ
প্রসঙ্গ

আশির দশকের শুরুতে সকাল সন্ধ্যা নামক টিভি সিরিয়ালে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা পান। তার চলচ্চিত্রে অভিনয়ের শুরু মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী দিয়ে। এরপর তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একাত্তরের যীশু চলচ্চিত্রে পাদ্রীর ভূমিকায় অভিনয় করেন। এছাড়া ২০১১ সালের আরও দুটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদগেরিলায় অভিনয় করেন। মুহম্মদ জাফর ইকবাল রচিত একই নামের উপন্যাস অবলম্বনে আমার বন্ধু রাশেদ নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম এবং গেরিলা নির্মাণ করেছেন নাসির উদ্দীন ইউসুফ[]

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগপত্র পান।[] ২০১২ সালের ১৯ এপ্রিল তিনি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।[] ২০১৫ সালে বিএফডিসির মালামাল ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনিসহ চার জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন[] মামলার এজাহারে বলা হয়, বিদেশ থেকে চলচ্চিত্র সামগ্রী কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে বেশি দাম উল্লেখ করে সরকারের অর্থ আত্মসাৎ করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে দুর্নীতি দমন কমিশনের চার্জশীট থেকে তার নাম প্রত্যাহার করা হয়।[] ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড তুলে দিয়ে গ্রেডিং সিস্টেম চালুর পরিকল্পনা করেন।[]

Remove ads

চলচ্চিত্রের তালিকা

আরও তথ্য বছর, শিরোনাম ...

পুরস্কার

  • সেলিম আল দীন লোকনাট্য পদক (২০২১)[]

সাংগঠনিক সম্পৃক্ততা

১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে বৃহত্তর ফরিদপুর জেলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১০] পিয়ং ইয়ং ও উত্তর কোরিয়ায় বিশ্বছাত্র-যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন তিনি।[] সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য তিনি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনেরও প্রতিষ্ঠাতা সদস্য তিনি। গ্রাম থিয়েটার আন্দোলনে সারা দেশ ঘুরে বেরিয়েছেন তৃণমূলে নাট্য আন্দোলন সংগঠনে। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৮৫ সালে 'বাংলাদেশ যুব ঐক্য' গড়ে ওঠে। ২০১৮ সালে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠে 'সম্প্রীতি বাংলাদেশ' নামক একটি সংগঠন।

বাংলাদেশ থেকে প্রথম প্রতিনিধি হিসেবে কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক লোক উৎসব, হলদিয়া ও কলকাতায় আন্তর্জাতিক কবিতা উৎসব, জার্মানের ফ্রাংকফুর্টের বইমেলায় অংশ নিয়েছেন তিনি।

Remove ads

সাংবাদিকতা ও সাহিত্য

পেশাদারী সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। ১৯৯০-৯৪ সালে সম্পাদনা করেছেন দৈনিক লাল সবুজ পত্রিকায়। ১৯৮৬ থেকে বর্তমান সময় পর্যন্ত নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কলাম লিখছেন। মৌলিক সাহিত্য রচনা করেছেন। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ২০টির অধিক।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads