শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পুনশ্চ

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পুনশ্চ
Remove ads

পুনশ্চ হল রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দে লেখা একটি বাংলা কাব্যগ্রন্থ।[][][] এটি ১৯৩২ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়।[][] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[] এতে সর্বমোট ৫০-টি কবিতা রয়েছে।[] তিনি কাব্যগ্রন্থটি নীতুকে উৎসর্গ করেন।[]

Thumb
পুনশ্চ - রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতার তালিকা

"পুনশ্চ" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি হল[]

১. কোপাই

২. নাটক

৩. নূতন কাল

৪. খোয়াই

৫. পত্র

৬. পুকুর-ধারে

৭. অপরাধী

৮. ফাঁক

৯. বাসা

১০. দেখা

১১. সুন্দর

১২. শেষ দান

১৩. কোমল গান্ধার

১৪. বিচ্ছেদ

১৫. স্মৃতি

১৬. ছেলেটা

১৭. সহযাত্রী

১৮. বিশ্বশোক

১৯. শেষ চিঠি

২০. বালক

২১. ছেঁড়া কাগজের ঝুড়ি

২২. কীটের সংসার

২৩. ক্যামেলিয়া

২৪. শালিখ

২৫. সাধারণ মেয়ে

২৬. একজন লোক

২৭. খেলনার মুক্তি

২৮. পত্রলেখা

২৯. খ্যাতি

৩০. উন্নতি

৩১. ভীরু

৩২. তীর্থযাত্রী

৩৩. চিররূপের বাণী

৩৪. শুচি

৩৫. রঙরেজিনী

৩৬. মুক্তি

৩৭. প্রেমের সোনা

৩৮. স্নানসমাপন

৩৯. প্রথম পূজা

৪০. অস্থানে

৪১. ঘরছাড়া

৪২. ছুটির আয়োজন

৪৩. মৃত্যু

৪৪. মানবপুত্র

৪৫. শিশুতীর্থ

৪৬. শাপমোচন

৪৭. ছুটি

৪৮. গানের বাসা

৪৯. পয়লা আশ্বিন

৫০. বাঁশি

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads