শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

প্যাসকেল (একক)

চাপ ও পীড়নের আন্তর্জাতিক মান একক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

প্যাসকেল (একক)
Remove ads

প্যাসকেল (চিহ্ন: Pa) বা পাসকাল হল চাপের একটি এসআই লব্ধ একক যা অভ্যন্তরীণ চাপ, পীড়ন, ইয়ং-এর গুণাঙ্ক ইত্যাদিতে ব্যবহৃত হয়। এটি এক নিউটন প্রতি বর্গমিটার দ্বারা সংজ্ঞায়িত।[] এই এককটির নাম ব্লেইজ পাসকালের নামে নামকরণ করা হয়েছে। ১৯৭১ সালে ১৪তম ওজন ও পরিমাপের সাধারণ সম্মেলনে নিউটন প্রতি বর্গ মিটারের জন্য প্যাসকেল নামটি নেওয়া হয়েছে।

দ্রুত তথ্য প্যাসকেল, এককের তথ্য ...

এস আই লব্ধ একক অথবা এসআই মৌলিক একক দ্বারা প্যাসকেল প্রকাশ করা যেতে পারে:

যেখানে N হল নিউটন, m হল মিটার, kg হল কিলোগ্রাম, s হল সেকেন্ড এবং J হল জ়ুল।[]

Remove ads

ব্যবহার

প্যাসকেল এবং কিলোপ্যাসকেল চাপ পরিমাপের একক হিসেবে পৃথিবীর অনেক দেশে পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি (psi) এর পরিবর্তে ব্যবহৃত হয়। ভূপদার্থবিজ্ঞানীরা পৃথিবীর টেকটনিক চাপ ও পীড়ন পরিমাপে গিগাপ্যাসকেল (GPa) ব্যবহার করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads