শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

প্রেরিতগণ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

প্রেরিতগণ
Remove ads

প্রেরিতগণ (ইংরেজি: Apostles, প্রাচীন গ্রিক: ἀπόστολος, আরামীয়: ܬܪܥܣܪ ܫܠܝܚ̈ܐ, আরবি: التلاميذ الإثنا عشر; প্রেরিতবর্গ, বারো প্রেরিত, বারো শিষ্য বা শুধু বারো নামেও পরিচিত) ছিলেন খ্রীষ্টীয় ধর্মতত্ত্ব ও মণ্ডলীতত্ত্বে নূতন নিয়ম অনুসারে যীশুর প্রাথমিক শিষ্যগণ। খ্রীষ্টীয় ধর্মতত্ত্বের পাশাপাশি ইসলামি ধর্মতত্ত্বও পবিত্র কোরআন অনুসারে প্রেরিতদের হাওয়ারি (আরবি: الحواريون‎, প্রতিবর্ণীকৃত: al-ḥawāriyyūn) হিসেবে স্বীকৃতি দেয়।[] খ্রীষ্টীয় ১ম শতাব্দীতে যীশুর জীবন ও পরিচর্যার সময় প্রেরিতগণ ছিলেন তাঁর সবচেয়ে কাছের অনুসারী এবং যীশুর সুসমাচারের বাণীর প্রারম্ভিক শিক্ষক।[]

Thumb
অন্তিম ভোজ, ১৪৯০-এর দশকে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটি দেয়ালচিত্র, ক্রুশারোপণের পূর্বে প্রেরিতবর্গের সঙ্গে যীশুর নিস্তারপর্বের ভোজের একটি চিত্রায়ণ। সান্তা মারিয়া দেল্লে গ্রাজি, মিলান
Thumb
যীশু ও তাঁর বারোজন শিষ্য, চি-রো প্রতীকের সাথে ফ্রেস্কো, দোমিতিয়ার ভূগর্ভস্থ সমাধি, রোম

চারটি আনুশাসনিক সুসমাচার অনুসারে বারো প্রেরিত হলেন:

  1. প্রেরিত পিতর
  2. প্রেরিত আন্দ্রিয়
  3. সিবদিয়ের পুত্র যাকোব
  4. প্রেরিত যোহন
  5. প্রেরিত ফিলিপ
  6. প্রেরিত বর্থলময়
  7. প্রেরিত থোমা
  8. প্রেরিত মথি
  9. আল্‌ফেয়ের পুত্র যাকোব
  10. প্রেরিত যিহূদা থদ্দেয়
  11. প্রেরিত শিমোন
  12. ঈষ্করিয়োতীয় যিহূদা
Remove ads

বাইবেলীয় আখ্যান

বারোজন শিষ্যের প্রেরিত-পদে নিয়োগ

প্রেরিতগণকে নিযুক্তকরণ হল যীশুর পরিচর্যার একটি পর্ব যা সকল সংক্ষেপিত সুসমাচারে আবির্ভূত হয়: মথি ১০:১–৪, মার্ক ৩:১৩–১৯ ও লূক ৬:১২–১৬। এটি যীশুর শিষ্যদের মধ্য থেকে দ্বাদশ প্রেরিতের প্রাথমিক মনোনয়নকে নির্দেশ করে।[][]

সাধু লূক লিখিত সুসমাচার অনুসারে:

সেই সময়ে তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্বতে গেলেন, আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন। পরে যখন দিবস হইল, তিনি আপন শিষ্যগণকে ডাকিলেন, এবং তাঁহাদের মধ্য হইতে বারো জনকে মনোনীত করিলেন, আর তাঁহাদিগকে ‘প্রেরিত’ নাম দিলেন— শিমোন, যাঁহাকে তিনি পিতর নামও দিলেন, ও তাঁহার ভ্রাতা আন্দ্রিয়, এবং যাকোবযোহন, এবং ফিলিপ এবং বর্থলময়, এবং মথিথোমা, এবং আল্‌ফেয়ের [পুত্র] যাকোবউদ্‌যোগী আখ্যাত শিমোন, যাকোবের [পুত্র] যিহূদা, এবং ঈষ্করিয়োতীয় যিহূদা, যে তাঁহাকে [শত্রুহস্তে] সমর্পণ করে।  —লূক ৬:১২–১৬[]

সাধু মথি লিখিত সুসমাচারে এই ঘটনাটি যীশু কর্তৃক একজন শুষ্কহস্ত লোককে আরোগ্যদানের অলৌকিক কাজটির কিছুক্ষণ পূর্বে সংঘটিত হয়। সাধু মার্কলূক লিখিত সুসমাচারে এটি যীশুর অলৌকিক কার্যাবলির পরে অনুষ্ঠিত হয়।[]

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads