শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
প্রোটো-ইরানি ভাষা
পুনর্নির্মিত প্রত্ন-ইরানীয় ভাষা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
প্রোটো-ইরানি বা প্রোটো-ইরানিক [১] ইন্দো-ইউরোপীয় ভাষার একটি শাখা হলো ইরানি ভাষা যা পুনর্গঠিত হয়েছে প্রোটো-ভাষা হিসাবে। যেমন পশতু, ফারসি, সোগডিয়ান, জাজাকি, ওসেটিয়ান, মাজান্দারানি, কুর্দি তালিশ এবং অন্যান্যরা এ ভাষায় কথা বলে। অনুমান করা হয় প্রোটো-ইরানিয়ানরা খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে বসবাস করতেন এবং সাধারণত তারা এন্ড্রোনোভো প্রত্নতাত্ত্বিক জগতের সাথে সংযুক্ত ছিলেন (ইন্দো-ইরানীয়রা দেখুন )।
প্রোটো-ইরানি ছিল একটি সতেম ভাষা যা প্রোটো-ইন্দো-ইরানি ভাষা থেকে উদ্ভূত হয়েছিল। পরিবর্তে প্রোটো-ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে এসেছে। এটি সম্ভবত আবেস্তান ভাষা থেকে সহস্রাব্দেরও কম সময়ে এসেছে এবং প্রোটো-ইন্দো-ইউরোপীয়ান থেকে দুই সহস্রাব্দেরও কম সময়ে সরানো হয়েছিল। [২]
Remove ads
উপভাষা
ধ্বনি সংক্রান্ত চিঠিপত্র
Remove ads
প্রাচীন ইরানিতে উন্নতি
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads