শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ফুলতলা উপজেলা

খুলনা জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ফুলতলা উপজেলাmap
Remove ads

ফুলতলা বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা

দ্রুত তথ্য ফুলতলা, দেশ ...
Remove ads

অবস্থান ও আয়তন

ফুলতলা ২২.৯৭৫০°উত্তর অক্ষাংশ ও ৮৯.৪৫৮৩°পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ফুলতলা তে মোট ১২৭৬৮ টি পরিবার এবং মোট আয়তন ৫৬.৮৩ বর্গ কিমি। এই উপজেলার উত্তরে যশোর জেলার অভয়নগর উপজেলা, দক্ষিণে দিঘলিয়া উপজেলাখুলনা সিটি কর্পোরেশন, পূর্বে যশোর জেলার অভয়নগর উপজেলা, পশ্চিমে ডুমুরিয়া উপজেলা

প্রশাসনিক এলাকা

ফুলতলাতে মোট ৪ টি ইউনিয়ন, ১৮ টি মৌজা, এবং ২৫ টি গ্রাম আছে।

  1. দামোদর ইউনিয়ন
  2. ফুলতলা ইউনিয়ন
  3. জামিরা ইউনিয়ন
  4. আটরা গিলাতলা ইউনিয়ন

জনসংখ্যার উপাত্ত

১৯৯১ বাংলাদেশ আদমশুমারি অনুযায়ী, ফুলতলার জনসংখ্যা ৬৭,৯৩০ জন। পুরুষ মোট জনসংখ্যার ৫১.০১ %, এবং নারী ৪৮.৯৯% । এই উপজেলার এর আঠারো ঊর্ধ্ব জনসংখ্যা ৩৬৩৬৮ । ফুলতলার গড় সাক্ষরতার হার ৪১.১% (৭ + বছর), এবং সাক্ষরতার জাতীয় গড় ৩২.৪%।

নদ-নদী

ফুলতলা উপজেলায় রয়েছে ২টি নদী। এখানকার নদীগুলো হচ্ছে ভৈরব নদ, চিত্রা নদী[][]

শিক্ষা

অর্থনীতি

উল্লেখযোগ্য ব্যক্তি

বিবিধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads