শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ফুলতলা উপজেলা
খুলনা জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ফুলতলা বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা।
Remove ads
অবস্থান ও আয়তন
ফুলতলা ২২.৯৭৫০°উত্তর অক্ষাংশ ও ৮৯.৪৫৮৩°পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ফুলতলা তে মোট ১২৭৬৮ টি পরিবার এবং মোট আয়তন ৫৬.৮৩ বর্গ কিমি। এই উপজেলার উত্তরে যশোর জেলার অভয়নগর উপজেলা, দক্ষিণে দিঘলিয়া উপজেলা ও খুলনা সিটি কর্পোরেশন, পূর্বে যশোর জেলার অভয়নগর উপজেলা, পশ্চিমে ডুমুরিয়া উপজেলা।
প্রশাসনিক এলাকা
ফুলতলাতে মোট ৪ টি ইউনিয়ন, ১৮ টি মৌজা, এবং ২৫ টি গ্রাম আছে।
জনসংখ্যার উপাত্ত
১৯৯১ বাংলাদেশ আদমশুমারি অনুযায়ী, ফুলতলার জনসংখ্যা ৬৭,৯৩০ জন। পুরুষ মোট জনসংখ্যার ৫১.০১ %, এবং নারী ৪৮.৯৯% । এই উপজেলার এর আঠারো ঊর্ধ্ব জনসংখ্যা ৩৬৩৬৮ । ফুলতলার গড় সাক্ষরতার হার ৪১.১% (৭ + বছর), এবং সাক্ষরতার জাতীয় গড় ৩২.৪%।
নদ-নদী
ফুলতলা উপজেলায় রয়েছে ২টি নদী। এখানকার নদীগুলো হচ্ছে ভৈরব নদ, চিত্রা নদী।[২][৩]
শিক্ষা
অর্থনীতি
উল্লেখযোগ্য ব্যক্তি
- মিয়া গোলাম পরওয়ার - রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads