শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ফেজ, মরক্কো
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ফেজ মরক্কোর উত্তর ভূমধ্যে অবস্থিত একটি শহর এবং ফেজ-মেকনেস প্রশাসনিক অঞ্চলের রাজধানী। ১.২২ মিলিয়ন জনসংখ্যা (২০২০) নিয়ে গঠিত এই ফেজ শহরটি কসবলঙ্কার পরে মরক্কোর দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে বিবেচিত হয়, যা এটলাস পর্বতের উত্তর-পূর্বে অবস্থিত। টাঙ্গিয়ার থেকে উত্তর-পশ্চিমে ২০৬ কি.মি, কসবলঙ্কা থেকে ২৪৬ কি.মি, রাবাত থেকে পশ্চিমে ১৮৯ কি.মি। মারাকেশ থেকে ৩৮৭ কি.মি দক্ষিণ-পশ্চমে অবস্থিত। বিভিন্ন পাহাড়-পর্বত ও পুরাতন শহরে ঘেরা ফেজ শহরটি পশ্চিম থেকে পূর্বে বয়ে যাওয়া ফেজ নদীর (ওয়েড ফেস) কেন্দ্রবিন্দুতে অবস্থিত।
অষ্টম-নবম শতাব্দীতে ফেজকে ইদ্রিসি শাসন দ্বারা শাসিত অবস্থায় পাওয়া যায়। ইদ্রিসি শাসনের পতন হলে, অন্যান্য সাম্রাজ্যের আধিপত্য হয়। এগারো শতাব্দীতে আল মুরাভিদ সুলতান ইউসুবের ইবনে তাশফিন ফেজ এল-বালি সদরে দুটো বসতি একত্র করেন। আল মুরাভিদ শাসনামলে, শহরটি ধর্মীয় বৃত্তি ও মার্কেন্টাইল কার্যক্রমের জন্যে বেশ সুনাম অর্জন করেন। তেরো-চৌদ্দ শতকে ফেজ তার চূড়ায় গিয়ে পৌঁছে রাজনৈতিক রাজধানী, অসংখ্য মসজিদ-মাদরাসা নির্মাণের জন্যে। ১২৭৬ খ্রিস্টাব্দে সুলতান আবু ইউসুফ ইয়াকুব ফেজ এল-জদিদে রাজকীয় প্রশাসনিক জেলা নির্মাণ করেন, যেখানে আজও রাজকীয় প্রাসাদ ও বিভিন্ন বাগান রয়েছে। আজকের ফেজ দুটি পুরাতন মদিনা সদর (ফেজ এল-বালি, ফেজ এল-জদিদ) নিয়ে গঠিত। ফরাসি যুগে সবচেয়ে বড় আধুনিক 'ভাইল নওভেলি এলাকা' প্রতিষ্ঠিত হয়। ফেজের মদিনাকে বিশ্ব ঐতিহ্য এলাকা সংস্থা ওয়েবসাইটে তালিকাবদ্ধ করা হয়, এবং বিশ্বের সবচেয়ে বড় গ্রামীণ পথচারী অঞ্চল হিসেবে ধরা হয়। এতে রয়েছে কুয়ারাওয়াইন বিশ্ববিদ্যালয়, যেটি ৮৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই শহরকে পশ্চিমের মক্কা ও আফ্রিকার অ্যাথেন্স হিসেবে ডাকা হয়।
Remove ads
ইতিহাস
ভূগোল
অর্থনীতি
শিক্ষা
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads