শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

প্রণয়চাতুর্য

প্রেমের প্রাথমিক পর্যায়ক্রম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

প্রণয়চাতুর্য
Remove ads

প্রণয়চাতুর্য, খেলাচ্ছলে প্রেমের ভান বা প্রেম প্রেম দুষ্টুমি হল এক ব্যক্তির প্রতি অপর কোন ব্যক্তি কর্তৃক প্রদর্শিত অথবা দুজন ব্যক্তির মাঝে পারস্পরিকভাবে সঙ্ঘটিত একটি মানব আচরণ, যাতে কোন ব্যক্তির প্রতি যৌনপ্রেমময় আগ্রহ প্রদর্শন করা হয়। আলাপ, দৈহিক ভাষা (যেমন চোখের ইশারা), অথবা সীমিত শারীরিক সংস্পর্শ এর অন্তর্গত।[][][][] একে ইংরেজিতে ফ্লার্টিং (ইংরেজি: Flirting বা coquetry) বলে। বিভিন্ন সংস্কৃতিতে স্বীকৃত প্রণয়চাতুর্যের মাত্রার বিভিন্নতা দেখা যায়।[] অধিকাংশ সংস্কৃতিতেই, প্রকাশ্যভাবে যৌন সুবিধার সুযোগ গ্রহণ করা সামাজিকভাবে অস্বীকৃত, কিন্তু পরোক্ষ বা ইঙ্গিতসূচক সুবিধা গ্রহণকে (যেমন প্রণয়চাতুর্য) প্রায়শই গ্রহণযোগ্যরূপে বিবেচনা করা হয়।[] অন্যদিকে, কিছু লোক শুধুমাত্র নিছক আনন্দ নেবার জন্যই খেলাচ্ছলে প্রণয়চাতুর্যের প্রয়োগ করে থাকেন।

Thumb
ফ্লার্টিং: হেনরি গারবোল্ট কর্তৃক অঙ্কিত পোষ্টার।
Thumb
দ্য ফ্লার্টেশন ইউজিন ডি ব্লাস্ট কর্তৃক অঙ্কিত। দৈহিক ভাষা পর্যবেক্ষণ: পুরুষের ফ্লার্টিং।
Thumb
শারীরিক ভাষা পর্যবেক্ষণ: হায়নেস কিং কর্তৃক অঙ্কিত জেলাসি অ্যান্ড ফ্লার্টেশন
Thumb
দৈহিক ভাষা পর্যবেক্ষণঃ পুরুষের ফ্লার্টিং - চোখের ইশারা। এদুয়ার মানে কর্তৃক অঙ্কিত।
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads