শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বরাহনগর
ভারতের পশ্চিমবঙ্গের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বরানগর বা বরাহনগর কলকাতার উত্তরসীমান্তে অবস্থিত কলকাতা একটি প্রাচীন জনপদ, পৌরশহর ও বিধানসভা কেন্দ্র। সপ্তদশ শতকে এই অঞ্চলে একটি ডাচ কুঠি স্থাপিত হয়। পরে শহরটি পাটশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীতে বরানগরের দক্ষিণেশ্বরে রানি রাসমণি তার প্রসিদ্ধ কালীমন্দিরটি স্থাপন করেছিলেন। রামকৃষ্ণ মিশনের প্রথম মঠও বরানগরেই স্থাপিত হয়েছিল। এই বরানগরে বেশ কিছুদিন অবস্থান করেন ভাদুড়ী মহাশয়- মহর্ষি নগেন্দ্রনাথ-ও।[২] বর্তমানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রধান কার্যালয় বরানগরে অবস্থিত।

Remove ads
জনপরিসংখ্যান
২০০১ সালের জনগণনা অনুসারে[৩] বরানগরের মোট জনসংখ্যা ২৫০,৬১৫। এর মধ্যে পুরুষ ৫৩ শতাংশ এবং মহিলা ৪৭ শতাংশ। বরানগরের গড় সাক্ষরতার হার ৮২ শতাংশ, যা জাতীয় গড় ৫৯.৫ শতাংশের তুলনায় অনেক বেশি। শহরে জনসংখ্যার ৮ শতাংশের বয়স ছয় বছরের নিচে।
শিক্ষা
ভারতের জাতীয় গুরুত্বসম্পন্ন পরিসংখ্যানবিদ্যা শিক্ষাকেন্দ্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটসের প্রধান কার্যালয় বরানগরে অবস্থিত।
এছাড়া এই শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, প্রশান্তচন্দ্র মহলানবিশ মহাবিদ্যালয় (পূর্বতন বনহুগলি কলেজ অফ কমার্স), বরানগর বিদ্যামন্দির, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির, রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাইস্কুল, বরানগর রামেশ্বর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ইত্যাদি।
Remove ads
রাজনীতি
সি.পি.আই (এম) নেতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নির্বাচন কেন্দ্র এই বরানগর। ১৯৭২ সাল পর্যন্ত জ্যোতি বসু এই কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। বরানগর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক হলেন তাপস রায় (তৃণমূল কংগ্রেস), তিনি ২০১১ ও ২০১৬ সালে এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। আরএসপি-র মতীশ রায় ১৯৭৭, ১৯৮২, ১৯৮৭ ও ১৯৯১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।[৪]
বরানগর বিধানসভা কেন্দ্রটি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৫]
ভূগোল
অবস্থান
বরানগর অবস্থিত ২২.৬৪° উত্তর ৮৮.৩৭° পূর্ব । [৬] এর গড় উচ্চতা ১২ মিটার (৩৯ ফুট)। এটি হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত। বরানগর পৌর এলাকা সিঁথি মোর এবং ডানলপের মধ্যে অবস্থিত।
বরানগরের উত্তরে দক্ষিণেশ্বর এবং পিডব্লিউডি রোড, পূর্বে নোয়াপাড়া মেট্রো ডিপো এবং দক্ষিণ দমদমের সংলগ্ন এলাকা, দক্ষিণে কলকাতা জেলার সিঁথি এবং কাশীপুর এবং পশ্চিমে হুগলি নদী অবস্থিত।
পুলিশ স্টেশন

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে বরানগর থানার বরানগর পৌর এলাকার অংশের উপর এখতিয়ার রয়েছে। [৭]
জলবায়ু
গ্রীষ্মকালে, অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত, আবহাওয়া গরম থাকে এবং তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) থেকে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস (৭৭ ডিগ্রি ফারেনহাইট) এর মধ্যে থাকে।
জুনের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল বিরাজ করে। এছাড়াও অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল ।েরত যাওয়ার সময়
আবহাওয়া বেশ মনোরম, গ্রীষ্ম এবং শীতকাল মাঝারি। গ্রীষ্মকালে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পায়। [৬]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads